ওসমানীনগরে বিষ প্রয়োগে ৮৯০টি হাঁস হত্যা
সিলেটের ওসমানীনগরে বিষ প্রয়োগে এক খামারির ৮৯০টি হাঁস হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার উপজেলার উছমানপুর ইউনিয়নের বেরাখাল গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা ভেটেরিনারি সার্জন বিষক্রিয়ার আলামত সংগ্রহ করে তিনটি মৃত হাঁস ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান। ক্ষতিগ্রস্ত হাঁসের খামারি ছালেহ আহমদ বলেন, শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পার্শ্ববর্তী খামারে প্রতিদিনের মতো হাঁসগুলো রেখে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। রোববার ভোরে গিয়ে দেখি সব হাঁস মরে পড়ে আছে। শনিবার রাতের কোনো এক সময় খামারে থাকা ৮৯০টি হাঁস অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা খাবারে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে। এতে আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ওসমানীনগর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি মৃত হাঁস সংগ্রহ করে ময়নাতদন্ত করা হয়েছে। বিষক্রিয়ায় হাঁসগুলো মারা গেছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রামের রাসায়নিক পরীক্ষাগারে এ আলামতগুলো পাঠানোর জন্য পুলিশের কাছে প্রতিবেদন দেয়া হবে। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মৃত হাঁসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments