দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ
টঙ্গীবাড়ী উপজেলার নশংকর গ্রামে আমবাগানে নিয়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ করে পানিতে ফেলে দিয়েছে এক কিশোর। পরে ওই ছাত্রীর চিৎকারে তার প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সোমবার রাত ৮টার দিকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয়রা জানান, উপজেলার নশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ওই ছাত্রী (৭) সোমবার বিকালে বাড়ির পাশের আমবাগানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী জুয়েল মৃধার ছেলে মাহিন (১৫) ওই স্কুলছাত্রীকে প্রথমে গলায় চেপে ধরে তার কাছে থাকা গামছা দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে পরে পাশের ডোবার পানিতে ফেলে দেয়। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। টঙ্গীবাড়ী থানা এসআই শাখাওয়াত হোসেন জানান, ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
No comments