বেপরোয়া গতির বাস থামাতে গিয়ে প্রাণ হারালেন ২ যুবক



খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বেপরোয়া গতির বাস থামাতে গিয়ে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন - গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. আরিফুল ইসলাম (২৫) ও মো. মহিদুল ইসলাম (৩৮)। আহত জামালও একই এলাকার বাসিন্দা। মানিকছড়ি থানার ওসি মাইনুদ্দিন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি বাস বেপরোয়া গতিতে রামগড় থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বিষয়টি দেখে মোটরসাইকেলে তিন যুবক বাসটিকে ধাওয়া করে আমতলি এলাকায় ব্যারিকেট দেয় থামানোর চেষ্টা করে। এসময় বেপোরয়া বাসটি না থামিয়ে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত এবং আহত হন একজন। আহত জামালকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

No comments

Powered by Blogger.