বাসের ধাক্কায় শালী-দুলাভাই নিহত
মাগুরার শালিখা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শালী ও দুলাভাই নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাগুরা-যশোর মহাসড়কে আড়পাড়া বাজার এলাকায় এ দুর্ঘর্টনা ঘটে। নিহতরা হলেন- শালিখা উপজেলার নাগসা গ্রামের শরিফুল মুন্সির ছেলে আতিক মুন্সি (২৪) ও যশোর জেলার বাঘারপড়ার কবির হোসেনের মেয়ে সাথি আক্তার। যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, শালীকাকে মোটরসাইকেলে করে যশোরে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিলেন আতিক। পথে আড়পাড়া এলাকায় বিপরীতমুখী শাজাহান পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
No comments