নারীমুক্ত সেই দ্বীপ এখন বিশ্ব ঐতিহ্য
জাপানের নারীদের জন্য নিষিদ্ধ দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়েছে। রোববার দেশটির ওকিনোশিমা নামের এ দ্বীপকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। প্রাচীনকাল থেকেই দ্বীপটি নারীদের জন্য নিষিদ্ধ। খবর বিবিসির। চোখ-ধাঁধানো প্রাকৃতিক শোভায় সমৃদ্ধ ওকিনোশিমা দ্বীপটি মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া মঠের জন্য বিখ্যাত। মঠটি সপ্তদশ শতকে সমুদ্রের দেবীর সম্মানে নির্মাণ করা হয়। জাহাজের নাবিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতেই উপাসনালয়টি নির্মাণ করা হয়েছিল। তবে মঠটি নির্মাণের আগেও সেখানে ধর্মীয় আচার পালন করা হতো। দ্বীপটি ঘিরে রয়েছে আজব সব রীতিনীতি। সেখানে প্রবেশের আগে পুরুষদের সব পোশাক খুলতে হয়। এ ছাড়া বিশেষ নিয়ম মেনে পরিচ্ছন্ন করে নিতে হয় নিজেদের।
দর্শন শেষে ফেরার সময় কেউ দ্বীপটি থেকে কোনো জিনিসপত্র সঙ্গে নিতে পারেন না। এ ছাড়া সেখানকার কোনো খবরও ফাঁস করা নিষেধ। দ্বীপটিতে বিভিন্ন সময় পাওয়া গেছে প্রাচীন শিল্পকর্মের নিদর্শন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল সেগুলো। এর মধ্যে কোরিয়া উপদ্বীপ থেকে আনা সোনার আংটিও রয়েছে। বর্তমানে বছরে শুধু একদিনের জন্য সর্বসাধারণের জন্য দ্বীপটি খুলে দেয়া হয়। দিনটি হচ্ছে প্রত্যেক বছরের ২৭ মে। তবে তা করা হয় প্রাচীন সব নিয়মনীতি মেনেই। সেদিন দর্শনার্থীর সংখ্যা সীমাবদ্ধ থাকে ২০০ জনে। শুধু পুরুষরা নির্দিষ্ট নিয়ম মেনেই সেদিন ঘুরে দেখতে পারেন দ্বীপটি।
No comments