মেয়ের নাম ইভানকা রেখে তোপে সৌদি বাবা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের নামে নিজের নবজাতকের নাম ইভানকা রেখে তোপের মুখে পড়েছেন সৌদি আরবের এক বাবা। পরে অবশ্য সালেম আল ইনেজি মেয়ের নাম পরিবর্তন করে লামা রাখেন। খবর আল-অ্যারাবিয়্যার। সৌদির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আরারের বাসিন্দা সালেম জানান, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নের চিন্তা থেকেই নবজাতকের নাম রাখেন ইভানকা। পরে আরারের মাতৃসদন হাসপাতাল থেকে দেয়া নবজাতকের জন্মসনদ ফেসবুকে পোস্ট করেন সালেম। সেটি ভাইরাল হয়ে যায়। এরপরই সালেমকে নিয়ে বিতর্ক শুরু হয়। সেখানে তাকে উদারবাদী এবং ইসলামে অবিশ্বাসী আখ্যা দেয়া হয়। মেয়ের নাম ইভানকা রাখার কারণ হিসেবে সালেম জানান, তারা কয়েকজন তরুণ মিলে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কন্নোয়ন নিয়ে আলোচনা করছিলেন।
এক পর্যায়ে তরুণদের চ্যালেঞ্জের জবাবে মেয়ের নাম ইভানকা রাখার বাজি ধরেন এই বাবা। তবে শেষ পর্যন্ত তিনি মেয়ের নাম ইভানকা রাখতে পারেননি। বিদেশি নাম হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাবেন না জেনে নতুন করে মেয়ের নাম লামা রাখেন। সালেম জানান, লামা তুর্কিদের লামিসা জাতীয় নামের সঙ্গে মিলে যায়। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে সালেম বলেন, 'আল্লাহ আমাদের মাফ করুন এবং যারা আমাকে 'উদার' ও 'অবিশ্বাসী' আখ্যা দিয়েছে, তাদের সঠিক পথ দেখাবেন।' তিনি আরও বলেন, 'আমি রক্ষণশীল মুসলিম এবং আল্লাহ ও তার রাসুলে (সা.) বিশ্বাসী মানুষ।
No comments