কটিয়াদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, গ্রেফতার ২
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বামীর বাড়ি হতে নিখোঁজের পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে নূরজাহান বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে পূর্বচর পাড়াতলা এলাকায় আড়িয়ল খাঁ নদ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নূরজাহানকে হত্যার অভিযোগে স্বামীর নুরুল হকের ভাই মোবারক হোসেন ও ভাগিনা শরিফকে পাশের মনোহরদী উপজেলার চরাঞ্চল থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুই সন্তানের জননী নূরজাহান উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের সৌদি প্রবাসী নূরুল হকের স্ত্রী । ইউপি সদস্য আবুল কাশেম ফারুক জানান, সোমবার রাতে খাবার খেয়ে ছেলে মেয়েসহ ঘুমিয়ে পড়েন নূরজাহান। ভোর হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছিলো না।
শুক্রবার সকাল ৯টার দিকে আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখে লোকজন কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি নিখোঁজ নূরজাহানের বলে নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, নিহতের স্বামী নূরুল হক বিদেশ থেকে বাড়িতে এলেও জনসম্মুখে তাকে দেখা যায়নি। ফলে নূরজাহানের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের ভাই জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের আশরাফুল ইসলাম বাদী হয়ে স্বামী নূরুল হক, স্বামীর ভাই মোবারক হোসেনসহ ছয়জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জাকির রব্বানী জানান, গৃহবধূর নিখোঁজের বিষয়ে বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ভাসমান অবস্থায় নূরজাহানের লাশটি আড়িয়াল খাঁ নদ থেকে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশটি নদীতে ফেলে যেতে পারে। এ ঘটনায় নিহতের স্বামীর ভাই মোবারক হোসেন ও ভাগিনা শরিফকে গ্রেফতার করা হয়েছে।
No comments