‘কিছু পুলিশ সদস্য পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে’
বর্তমানে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, দেশের উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। ঠিক সেই মুহুর্তে কিছু পুলিশ সদস্য পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করছে। এই পুলিশ সদস্য কারা। এদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন জাতীয় পার্টির সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান। আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন। পীর ফজলুর রহমান বলেন, কিছু পুলিশ সদস্যের কারণে, পুরো পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট হচ্ছে। এরা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘœ করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে, কি ব্যবস্থা নেবে। তিনি বলেন, দেশের রাজনীতিতে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। ঠিক সেই মুহুর্তে কিছু পলিশ সদস্য তাদের কর্মকান্ডের কারণে সমগ্র পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট হচ্ছে। বুধবার রাজধানীর মিরপুরে একটি চায়ের দোকানে চাঁদা না পেয়ে চা দোকানী বাবুল মাতুব্বারের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩১ জানুয়ারি রোববার আদাবরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করলো আদাবর থানার এক এসআই, এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বী এবং সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার নির্যাতন করা হলো। যেসব পুলিশ সদস্য এধরনের অপরাধের সঙ্গে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
No comments