কেন মানুষ পাষণ্ড হয় by ড. মোহিত কামাল
দেশে
শিশু অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। প্রতিদিন
সংবাদপত্রে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। শিশুরা নিষ্পাপ, নির্মল, ফুলের
মতো পবিত্র। মানুষ কীভাবে একটা শিশুকে ধরে নিয়ে মেরে ফেলতে পারে, অথবা তার
ওপর অকথ্য নির্যাতন চালাতে পারে, সাধারণ মানুষ তা ভেবে পায় না। আসলে
মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব বিলীন হয়ে গেলেই সে নির্মম, নিষ্ঠুর ও পাষণ্ড
হয়ে যায়। মানুষের মনুষ্যত্ব কেন বিলীন হয়? মানুষের ব্যক্তিত্বের মধ্যে
ত্রুটি থাকলে, বৈশিষ্ট্যের মধ্যে সমস্যা থাকলে সে নির্মম-নিষ্ঠুর হয়ে উঠতে
পারে। এটিকে এন্টি সোশ্যাল পারসোনালিটি ডিজঅর্ডার বলা হয়। মানুষের
মনুষ্যত্ব হারানোর একটি কারণ হল অর্থ। অর্থের চাহিদা মানুষকে বেপরোয়া করে
তোলে। এ ধরনের মানুষ টাকা রোজগারের জন্য যে কোনো অশুভ পথে পা বাড়াতে দ্বিধা
করে না। অসামাজিক কার্যকলাপের মাধ্যমে, ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে টাকা
সংগ্রহ করে, এমনকি টাকার জন্য কাউকে খুন করে ফেলতেও তার বুক কাঁপে না।
মানুষের নিষ্ঠুর আচরণের আরেকটি কারণ হল ক্ষমতার লোভ। মানুষ বিভিন্ন
ক্ষেত্রে ক্ষমতার অধিকারী হতে চায়। কোনো কিছু বৈধভাবে অর্জন করাটা
গ্রহণযোগ্য; কিন্তু যারা অবৈধভাবে কিছু অর্জন করতে চায়, তাদের মধ্যে এ
প্রবণতাগুলো বেশি দেখা যায়।
বর্তমান সময়ে মানুষের নিষ্ঠুর হয়ে ওঠার একটি বড় কারণ মাদক। মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের বিবেকবোধ শূন্য হয়ে যায়। তার সুকুমার বৃত্তিগুলো নষ্ট হয়ে যায়। তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিজের ইচ্ছার দাসে পরিণত হয়। যখন যেটা করতে চায় সেটা উচিত নয় জেনেও করে ফেলে। এ ধরনের মানুষের শিশু হত্যায় বুক কাঁপে না। এর পরিণতি কী হবে- শিশুটির মা-বাবা, এমনকি তার নিজের পরিণতি কী হবে- তা নিয়েও সে চিন্তা করে না। অনেক সময় হতাশা থেকেও মানুষ সহিংসতায় জড়িয়ে পড়ে। তবে মাদক গ্রহণের ফলে মানুষ যত নিষ্ঠুর হয়, হতাশার কারণে ততটা হয় না। বস্তুত মাদকই হচ্ছে মানুষের অধঃপতন, মূল্যবোধ হারিয়ে ফেলা, সহিংসতা-নিষ্ঠুরতার একটি মূল কারণ। মাদকের কারণে ঘরে ঘরে কিশোর-তরুণরা নির্মম, নিষ্ঠুর ও পাষণ্ডে পরিণত হচ্ছে। তারা সমাজকে করছে কলুষিত। খুন করতে তাদের হাত কাঁপছে না।
ড. মোহিত কামাল : অধ্যাপক ও হেড অব সাইকোথেরাপি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
বর্তমান সময়ে মানুষের নিষ্ঠুর হয়ে ওঠার একটি বড় কারণ মাদক। মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষের বিবেকবোধ শূন্য হয়ে যায়। তার সুকুমার বৃত্তিগুলো নষ্ট হয়ে যায়। তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিজের ইচ্ছার দাসে পরিণত হয়। যখন যেটা করতে চায় সেটা উচিত নয় জেনেও করে ফেলে। এ ধরনের মানুষের শিশু হত্যায় বুক কাঁপে না। এর পরিণতি কী হবে- শিশুটির মা-বাবা, এমনকি তার নিজের পরিণতি কী হবে- তা নিয়েও সে চিন্তা করে না। অনেক সময় হতাশা থেকেও মানুষ সহিংসতায় জড়িয়ে পড়ে। তবে মাদক গ্রহণের ফলে মানুষ যত নিষ্ঠুর হয়, হতাশার কারণে ততটা হয় না। বস্তুত মাদকই হচ্ছে মানুষের অধঃপতন, মূল্যবোধ হারিয়ে ফেলা, সহিংসতা-নিষ্ঠুরতার একটি মূল কারণ। মাদকের কারণে ঘরে ঘরে কিশোর-তরুণরা নির্মম, নিষ্ঠুর ও পাষণ্ডে পরিণত হচ্ছে। তারা সমাজকে করছে কলুষিত। খুন করতে তাদের হাত কাঁপছে না।
ড. মোহিত কামাল : অধ্যাপক ও হেড অব সাইকোথেরাপি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
No comments