ভাষার মাস ফেব্রুয়ারি by মো. নিজাম উদ্দিন
আমার
ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? শুরু হল
চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসে জাতি কৃতজ্ঞচিত্তে
স্মরণ করছে ভাষা শহীদদের। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে মাতৃভাষার জন্য
আত্মত্যাগ করেছিল বাংলার সাহসী সন্তানরা। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য
আত্মত্যাগ করেছিল বাংলা মায়ের দামাল ছেলেরা। ভাষা সৈনিক সালাম, বরকত, রফিক,
জব্বার ও শফিউলসহ অজানা অনেকের ওপর গুলি ছুঁড়েছিল পাকিস্তানি দোসররা।
কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা- এ ঘোষণায় সারা বাংলায়
স্লোগান ওঠে- রাষ্ট্রভাষা বাংলা চাই। ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি ছাত্রদের
ডাকে ঢাকার নবাবপুরে মিছিল বের হয়। সেখানে বাংলাকে রাষ্ট্রভাষা করার
মর্যাদার দাবি তুলে ধরা হয়। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-ছাত্রীসহ শীর্ষস্থানীয় নেতারা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে। মিছিলে
পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই আবুল বরকত (ঢাবির
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র), রফিকউদ্দিন আহমদ এবং আবদুল
জব্বার মৃত্যুবরণ করেন। এরকম মিছিল আর মৃত্যু দিয়েই মাতৃভাষার মর্যাদা
অক্ষুণ্ণ রেখেছিল বাংলার মায়ের দামাল ছেলেরা। পৃথিবীতে মাতৃভাষার জন্য জীবন
দিয়ে বিরল এক ইতিহাস তৈরি করেছে বাঙালি জাতি। এজন্য বর্তমানে শুধু
বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন
করা হয়। ফেব্রুয়ারি মাসে আমরা অঙ্গীকার করব- সবক্ষেত্রে বাংলা ভাষার
ব্যবহারের।
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ
No comments