ট্রাফিক পুলিশ বেশে ফাঁকা গুলি ছুড়ে ৪০ লাখ টাকা ছিনতাই
গাজীপুরের টঙ্গীতে ফাঁকা গুলি ছুড়ে একটি পোশাক কারখানার ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হন। পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের খালকৈর এলাকার ওয়েসিস সোয়েটার কারখানার কর্মকর্তারা আইএফআইসি ব্যাংকের উত্তরা শাখা থেকে শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৬-১৬৭৫) কারখানায় ফিরছিলেন। মাইক্রোবাসটিতে কারখানার ৫ জন কর্মকর্তা ছিলেন। তারা বেলা দেড়টায় টঙ্গী মিলগেট এলাকায় পৌঁছলে ট্রাফিক পুলিশের বেশে একটি মোটরসাইকেল তাদের গাড়ির গতিরোধ করে। এসময় আরো ৩টি মোটরসাইকেল তাদেরকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা গুলি করে এবং গাড়িতে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে ত্রুত পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় গাড়ীর কাঁচের আঘাতে চালক শহীদুল হক, কারখানার হিসাব রক্ষক পারভেজ ও আজাদ আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
No comments