‘পূজার পরিবেশ নষ্ট করলে হাত কেটে ফেলা হবে’
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু বলেছেন, “আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তার হাত কেটে ফেলা হবে।” শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর প্রগতি চায়নিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বক্তারা রাস্তা, ড্রেন, কালভার্ট, লাইটপোস্ট, ডাস্টবিনের উন্নয়ন এবং শিশুপার্ক, স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, পাবলিক লাইব্রেরি, বিনোদন কেন্দ্র, অডিটরিয়াম, সাংস্কৃতিক চর্চাকেন্দ্র নির্মাণ ও ঈশ্বরদীকে জেলা করার দাবি নিয়ে বক্তব্য দেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে স্যালুট জানিয়ে বলেন, “সব উন্নয়নের সঙ্গে সাংবাদিক ও সংবাদপত্রের সম্পৃক্ততা রয়েছে। ছোট্ট ঈশ্বরদী আজকে যে বড় রূপ ধারণ করেছে তা সংবাদপত্রের ভূমিকা ও সাংবাদিকদের সঠিকভাবে দায়িত্ব পালন করার মাধ্যমেই সম্ভব হয়েছে।” সাংবাদিকরাই পারেন সামাজিক আন্দোলনের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং গণমানুষের প্রয়োজনীয় দাবি পূরণ করতে। ভূমিমন্ত্রী ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের জামাতা আবুল কালাম আজাদ মিন্টু বলেন, “সাংস্কৃতিক উন্নয়ন না হলে সমাজে ভালো মানুষ তৈরি হয় না। পৌর এলাকার আবর্জনার দুর্গন্ধ রুচির পরিচয় বহন করে। মাদকের সঙ্গে কোনো প্রকার আপস নেই। পুজোতে বেড়ানো ও পণ্য কেনা বাঙালি সংস্কৃতির অংশ। যে বেশি ঘুম পাড়ে তার পক্ষে নিজের ও পরের জন্য ভালো কাজ করা সম্ভব না।” মতবিনিময় সভায় সব জাতীয় দৈনিকের ঈশ্বরদীর স্টাফ রিপোর্টার, প্রতিনিধি, স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন অনলাইন পত্রিকার প্রতিনিধিসহ প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, এস এম রাজা, তৌহিদ আক্তার পান্না, আজিজুর রহমান শাহীন, এস এম ফজলুর রহমান, ববি সরদার, মোস্তাক আহমেদ কিরন, স্বপন কুমার কুণ্ডু, মিশুক প্রধান, হাসানুজ্জামান, মাহাবুবুল হক দুদু, আবদুল মান্নান টিপু, আবদুল বাতেন, হাসেম আলী, ফজলুর রহমান ফান্টু, জাহাঙ্গীর আলম, টিপু সুলতান, আ. ত. ম. নাসিম, আতাউর রহমান বাবলু, আক্তারুজ্জামান মিরু।
No comments