যাত্রী নামিয়ে দিয়ে মন্ত্রী উঠলেন বিমানে- ভারতজুড়ে তোলপাড়
স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী কিরেন রিজিজু যাবেন। তাই বিমান থেকে নামিয়ে দেয়া হলো তিন
যাত্রীকে। এ ঘটনায় ভারতজুড়ে চলছে তোলপাড়। বিমানে যে এ ঘটনা ঘটেছে তা গতকাল
জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটে
২৪শে জুন জম্মু-কাশ্মীরের লেহ অঞ্চল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি
ফ্লাইটে। ওই ফ্লাইটে কিরেন রিজিজুর সঙ্গে নির্মল সিংও ছিলেন। এ খবর দিয়েছে
জি নিউজ ও এনডিটিভি। নির্মল সিং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে
বলেন, তার জেড-প্লাস নিরাপত্তা রয়েছে। কাজেই তার জন্য ফ্লাইটে আসন ব্যবস্থা
করতে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। এয়ার ইন্ডিয়া এটা করেছে এবং তা নিয়মের
অধীনেই করেছে। নির্মল সিং আরও দাবি করেছেন, যাত্রীদের জোরপূর্বক নামিয়ে
দেয়া হয় নি । তাদের অনুরোধ করা হয়েছে, জরুরি একটি কাজে কিরেন রিজিজুকে যেতে
হবে। এতে যাত্রীরা সম্মত হয়েছেন। বুধবার ঘটনাটি প্রথম সামনে আসার পর
ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বলা হয়, ২৪শে জুন লেহ-দিল্লি এয়ার ইন্ডিয়ার
একটি ফ্লাইট বিলম্বিত হয় রিজিজুর জন্য। এ ছাড়া শিশুসহ তিন যাত্রীকে নামিয়ে
দেয়া হয় মন্ত্রী আর তার সহযোগীর জায়গা করার জন্য। বিভিন্ন রিপোর্টে বলা হয়,
রিজিজু ও তার পিএ পৌঁছানোর পূর্ব পর্যন্ত ফ্লাইটটি বিলম্বিত করা হয়।
মন্ত্রী আসার পর তিন যাত্রীকে নামিয়ে দেয়া হয়। রিজিজু দাবি করেন, কোন
যাত্রীকে নামিয়ে দেয়ার বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি বলেন, কাউকে নেমে
যেতে বলা হয়েছে কিনা সে বিষয়ে আমি কিছুই জানি না। এটা যদি করা হয়ে থাকে
তাহলে তা সম্পূর্ণ অন্যায় এবং অগ্রহণযোগ্য।
এদিকে ফ্লাইট বিলম্বিত হয়েছে এমন খবরের বিপরীতে কিরেন রিজিজু ও নির্মল সিংয়ের দাবি ফ্লাইট বিলম্ব তো হয়ই নি বরং আগে ছেড়েছে। রিজিজু পরশু দাবি করেন, ফ্লাইটটি বিলম্বিত হয় নি। কারিগরি কারণে আগে ছাড়া হয়েছে। গতকাল নির্মল সিংও একইরকম দাবি করেন। তিনি বলেন, আমাদের ফ্লাইটটি আগে ছাড়া হয়েছিল। আমরা দ্রুত সেখানে পৌঁছাই। পাইলট আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং যাত্রীদের উসকে দেয়। আমার কাছে একটি টিকিট ছিল। আর এটা বাস নয় যে, তারা দরজা বন্ধ করে রাখবে। কী কারণে তারা ফ্লাইটের সময় পরিবর্তন করেছে তার জন্য এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন নির্মল সিং। তিনি আরও বলেন, আমরা নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে দিল্লি পৌঁছায়ছি। ফ্লাইট বিলম্ব হয়েছে এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। এ ইস্যু নিয়ে তিল থেকে তাল করা হচ্ছে। ভুল তথ্য দেয়া হচ্ছে। বুধবার পুরো ঘটনা বর্ণনা দিয়ে রিজিজু বলেন, ২৪শে জুন সিন্ধু দর্শন উৎসবে অংশ নিয়ে তিনি ও জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ফিরছিলেন। হঠাৎ করেই ফ্লাইটের সময় পরিবর্র্তন করা হয়। রিজিজু আরও বলেন, লেহ থেকে আমার হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগর থেকে হেলিকপ্টার আসতে পারে নি। তখন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী আমাকে তার সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যোগ দেয়ার প্রস্তাব দেন। ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সকাল ১১টা ৪০ মিনিটে। কিন্তু বিমানবন্দরে পৌঁছে আমরা বিস্মিত হই। সকাল ১০টা ২০-এ পৌঁছে দেখি বিমানের দরজা বন্ধ করে দেয়া হয়েছে। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। এরপর উপ-মুখ্যমন্ত্রী অঘোষিত সময় পরিবর্তন নিয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর কাছে শক্ত প্রতিবাদ জানান। এর কিছুক্ষণ পর তাদের বিমানে উঠতে দেয়া হয়। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়েরর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
এদিকে ফ্লাইট বিলম্বিত হয়েছে এমন খবরের বিপরীতে কিরেন রিজিজু ও নির্মল সিংয়ের দাবি ফ্লাইট বিলম্ব তো হয়ই নি বরং আগে ছেড়েছে। রিজিজু পরশু দাবি করেন, ফ্লাইটটি বিলম্বিত হয় নি। কারিগরি কারণে আগে ছাড়া হয়েছে। গতকাল নির্মল সিংও একইরকম দাবি করেন। তিনি বলেন, আমাদের ফ্লাইটটি আগে ছাড়া হয়েছিল। আমরা দ্রুত সেখানে পৌঁছাই। পাইলট আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং যাত্রীদের উসকে দেয়। আমার কাছে একটি টিকিট ছিল। আর এটা বাস নয় যে, তারা দরজা বন্ধ করে রাখবে। কী কারণে তারা ফ্লাইটের সময় পরিবর্তন করেছে তার জন্য এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন নির্মল সিং। তিনি আরও বলেন, আমরা নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে দিল্লি পৌঁছায়ছি। ফ্লাইট বিলম্ব হয়েছে এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। এ ইস্যু নিয়ে তিল থেকে তাল করা হচ্ছে। ভুল তথ্য দেয়া হচ্ছে। বুধবার পুরো ঘটনা বর্ণনা দিয়ে রিজিজু বলেন, ২৪শে জুন সিন্ধু দর্শন উৎসবে অংশ নিয়ে তিনি ও জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ফিরছিলেন। হঠাৎ করেই ফ্লাইটের সময় পরিবর্র্তন করা হয়। রিজিজু আরও বলেন, লেহ থেকে আমার হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শ্রীনগর থেকে হেলিকপ্টার আসতে পারে নি। তখন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী আমাকে তার সঙ্গে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যোগ দেয়ার প্রস্তাব দেন। ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সকাল ১১টা ৪০ মিনিটে। কিন্তু বিমানবন্দরে পৌঁছে আমরা বিস্মিত হই। সকাল ১০টা ২০-এ পৌঁছে দেখি বিমানের দরজা বন্ধ করে দেয়া হয়েছে। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। এরপর উপ-মুখ্যমন্ত্রী অঘোষিত সময় পরিবর্তন নিয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর কাছে শক্ত প্রতিবাদ জানান। এর কিছুক্ষণ পর তাদের বিমানে উঠতে দেয়া হয়। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়েরর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
No comments