টিকিট যেন সোনার হরিণ
ঈদকে
সামনে রেখে শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের
টিকিট ছাড়ার প্রথম দিনেই বাস টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। এদিকে
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য শুক্রবার থেকে বেসরকারি বাসের অগ্রিম
টিকিট বিক্রি শুরু হলেও বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী
১০ই জুলা থেকে। ট্রেনের ৯ই জুলাই আর লঞ্চের টিকিট পাওয়া যাবে ৮ই জুলাই
থেকে। বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, হাতে টিকিট থাকলে শনি ও
রোববারও আগাম টিকিট বিক্রি চলবে। বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের
আগের নির্দিষ্ট কয়েক দিনের টিকিটের চাপ থাকায় শুধু ওই দিনগুলোতে টিকিটের
সংকট দেখা দিয়েছে। ১৬ ও ১৭ই জুলাইয়ের টিকিটের চাহিদা বেশি বলেও জানান তারা।
উত্তরবঙ্গ রুটের হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, ঈদের
আগে ১৬ই জুলাইয়ের টিকিটের ওপর চাপ রয়েছে। সবাই ওই দিনের টিকিট চাওয়ায়
তাৎক্ষণিক ঘাটতি দেখা দিলেও পরে অনেকে ওই দিনের আগে ও পরের টিকিট নিয়ে
যাচ্ছেন। টিকিট না নিয়ে কেউ যাচ্ছেন না। যাত্রীদের কাছ থেকে বিআরটিএ
নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে বলেও জানান তিনি। শ্যামলী পরিবহনের
উত্তরবঙ্গ রুটের ব্যবস্থাপক আলমগীর কবির বলেন, ‘১৬ই জুলাই’র আমাদের টিকিট
আছে ২০ হাজার আর যাত্রী হলো ৫০ হাজার। এ কারণে সবাইকে টিকিট দেয়া যায়নি।’
দুই বছর আগের নির্ধারিত দামেই টিকিট দেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রতি
ঈদেই বাসের আগাম টিকিট কিনতে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় গাবতলী বাস
টার্মিনালে। সকাল ১০টার দিকে গাবতলীর বেশ কয়েকটি কাউন্টারে দেখা গেছে,
উত্তরবঙ্গ রুটের বাসগুলোতে বেশ ভিড়। ওই সব রুটের বাসগুলোতে অগ্রিম টিকিট
প্রত্যাশী যাত্রীদের রয়েছে দীর্ঘ লাইন। সেই সঙ্গে যাত্রীদের চোখে-মুখে
কাঙিক্ষত দিনের টিকিট না পাওয়ার আশঙ্কা। গাবতলী বালুরমাঠে হানিফ কাউন্টারের
সামনে দীর্ঘ লাইনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিটের
জন্য কাউন্টারের সামনে মানুষ আসা শুরু হয়েছে রাত আড়াইটা থেকে। ভোর সাড়ে ৫টা
থেকে যখন বিক্রি শুরু হয়, ততক্ষণে লাইনে কয়েকশ মানুষ টিকিটের অপেক্ষায়।
মোহাম্মদপুর থেকে টিকিট কিনতে যান রাজ্জাক। তিনি দিনাজপুর যাবেন। রাজ্জাক
হানিফ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন সেহরির পরপরই। বেলা ১১টায় টিকিট
পাওয়ার পর তার চোখেমুখে উচ্ছ্বাস দেখা গেছে। তিনি বলেন, তিনটা চাইছিলাম,
দুইটা পাইছি। ঈদে বাড়ি যাব। সবার সঙ্গে আনন্দ করবো। ঠাকুরগাঁও যাবেন
মাহমুদ। যাত্রীদের চাহিদাকে পুঁজি করে বাড়তি ভাড়া আদায় করা অভিযোগ করেন
তিনি। মাহমুদ বলেন, ৬০০ টাকার টিকিট ৮৫০ টাকা নিচ্ছে। একই অভিযোগ পাওয়া গেল
কল্যাণপুরে হানিফ কাউন্টারে আসা ঢাকা কলেজের ছাত্র আকরামের কাছে। তিনি
জানান, এমনিতে যশোরের টিকিট ৪৮০ টাকা হলেও এখন নেয়া হচ্ছে ৬৫০ টাকা। হানিফ
পরিবহনের ম্যানেজার (উত্তরাঞ্চল) মো. ওয়াহিদুজ্জমানের সঙ্গে কথা বলে
অভিযোগের কিছুটা সত্যতাও পাওয়া গেল। তিনি বলেন, আমরা টিকিটের গায়ের যে
মূল্য সেটাই নিচ্ছি। তবে, যে যেখানেই নামুক, টিকিটে লাস্ট স্টপেজের ভাড়া
নেয়া হচ্ছে। ১৫ ও ১৬ই জুলাইয়ের টিকিটের চাপ বেশি। আমরা চেষ্টা করছি সবাই
যাতে টিকিট পায়। আমাদের পর্যাপ্ত গাড়ি আছে। রাজশাহীর টিকিট নিতে গাবতলীতে
আসা ইডেন কলেজের ছাত্রী লিজা অভিযোগ করেন, মেয়েদের জন্য আলাদা কোন লাইন না
থাকায় সকাল ৬টায় এসে টিকিট কেনা নিয়ে তাকে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়েছে। এ
বিষয়ে ওয়াহিদুজ্জামান বলেন, মহিলাদের জন্য আলাদা লাইন সম্ভব না। এ কারণে
ভিড় বেশি। এদিকে মহাখালি ও সায়েদাবাদে আগাম টিকিট কেনার তেমন ভিড় দেখা
যায়নি।
অনলাইনে বাসের টিকিট: অনলাইনে টিকিট কেনার সুবিধা চালু করেছে সহজ ডট কম। এতে ঘরে বসেই প্রয়োজনীয় বাস-টিকিট কেনা যাবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মালিহা এম কাদির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টিকিট বুকিং নিয়ে যাত্রীদের সহজ সেবা দিতেই এমন উদ্যোগ। এর মাধ্যমে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই টিকিট কেনা যাবে। অর্থ পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।
অনলাইনে বাসের টিকিট: অনলাইনে টিকিট কেনার সুবিধা চালু করেছে সহজ ডট কম। এতে ঘরে বসেই প্রয়োজনীয় বাস-টিকিট কেনা যাবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মালিহা এম কাদির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টিকিট বুকিং নিয়ে যাত্রীদের সহজ সেবা দিতেই এমন উদ্যোগ। এর মাধ্যমে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই টিকিট কেনা যাবে। অর্থ পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে।
No comments