পাঁচ বছরে বিশ্বব্যাংক থেকে ১৫৫ কোটি টাকা পাচ্ছে সিলেট
বিশ্বব্যাংকের
মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) আওতায় সিলেট সিটি
করপোরেশন এলাকায় ৫ বছর মেয়াদে ১৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার
এই প্রজেক্টের আওতায় আয়োজিত ‘ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান প্রিপারেশন’
শীর্ষক ওয়ার্কশপে এমজিএসপি এর টাস্ক টিম লিডার ক্রিস্টোফার পাবলো এই তথ্য
জানান। বিকাল ৩টায় সিলেট নগরীর রোজভিউ হোটেলে আয়োজিত এই ওয়ার্কশপে
বিশ্বব্যাংক কর্মকর্তা ক্রিস্টোফার পাবলো আরও জানান, ‘বিশ্বব্যাংক এমজিএসপি
প্রজেক্টের আওতায় বাংলাদেশে করপোরেশন ও পৌরসভা সব মিলিয়ে ২৬টি জায়গায়
উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাংক এই
প্রজেক্টের আওতায় সিলেটের নগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ
শুরু করেছে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রধান
নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘সিলেট সিটি করপোরেশনকে
বিশ্বব্যাংকের এমজিএসপি প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়েছে যা সিলেটের জন্য
ইতিবাচক সংবাদ।’ সিটি করপোরেশনের পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে
স্বচ্ছতা ও কাজের পূর্ণ বাস্তবায়ন নিয়েও এই টিম সন্তোষ প্রকাশ করেছেন
জানিয়ে এনামুল হাবীব বলেন, ‘বিশ্বব্যাংকের ধারাবাহিকতায় অন্যান্য দাতা
সংস্থাও সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে আরও উৎসাহিত হবেন বলে আমরা আশাবাদী।
এমজিএসপি প্রজেক্ট বাস্তবায়নে ই-টেন্ডারিং সিস্টেম চালু করা হবে বলেও
জানান তিনি।’ ওয়ার্কশপে এমজিএসপি প্রকল্প নিয়ে প্রেজেন্টেশন করেন
বিশ্বব্যাংক কর্মকর্তা ঈশিতা আলম অবনী। পরে অংশগ্রহণকারীরা সিলেটের প্রধান
প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে এসব সমস্যা সমাধানে কি ধরনের পরিকল্পনা
গ্রহণ এবং বাস্তবায়ন করা যেতে পারে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময়
উপস্থিত ছিলেন এমজিএসপি এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মুজিবুর রহমান, ১
নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
রাজিক মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর আফতাব হোসেন খান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ১২
নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল
আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, ১৭ নম্বর
ওয়ার্ডের কাউন্সিলর দেলওয়ার হোসেন সজীব, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম
জিল্লুর রহমান উজ্জ্বল, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিরর দিনার খান হাসু, ২০
নম্বর ওয়ার্ডেও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
আবদুর রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৩
নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুসতাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল
আহমদ রিপন, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বর
ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ তৌফিক বকস, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল
জলিল নজরুল, সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সংরক্ষিত ২
আসনের কাউন্সিলর জাহানারা খানম মিলন, সংরক্ষিত ৩ আসনের কাউন্সিলর রেবেকা
বেগম, সংরক্ষিত ৪ আসনের কাউন্সিলর আমেনা বেগম রুমি, সংরক্ষিত ৫ আসনের
কাউন্সিলর দিবা রাণী দে, সংরক্ষিত ৬ আসনের কাউন্সিলর শাহানারা বেগম,
সংরক্ষিত ৭ আসনের কাউন্সিলর শামীমা স্বাধীন, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর
সালেহা কবীর শেপী, সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম
শাহনাজ।
No comments