সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

দুই মেয়ে জাফিরা জাহিদ ও তাসফিয়া জাহিদের সঙ্গে জাহিদুল
ইসলামের এই ছবি এখন শুধুই স্মৃতি। গতকাল কুষ্টিয়ার
খোকসায় তাঁদের গাড়ি পুকুরে পড়ে নিহত হয় জারিফা ও
তাসফিয়া l জাহিদুল ইসলামের ফেসবুক থেকে নেওয়া ছবি
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে খোকসা উপজেলার মোড়াগাছা ক্লাব মোড়ে গতকাল বেলা ১১টার দিকে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়। তারা হলো জাফিরা জাহিদ (৫) ও তাসফিয়া জাহিদ (৩)। বাবা জাহিদুল ইসলাম ও মা তানিয়া আনোয়ারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে কুষ্টিয়ায় নানা বাড়ি যাচ্ছিল ওরা। নানা আনোয়ার আলী কুষ্টিয়া পৌরসভার মেয়র। গাড়িতে আরও ছিলেন তাদের খালা মুনিরা দেলওয়ার ও খালাতো বোন পূর্ণতা (৭)।
মুনিরা দেলওয়ার প্রথম আলোকে বলেন, খুব সকালে তাঁরা ঢাকা থেকে রওনা দেন। গাড়ির পেছনে মুনিরার কোলে তাসফিয়া, পাশে তানিয়া আনোয়ার বসেছিলেন। সামনের আসনে পূর্ণতা ও জাফিরা ছিল। জাহিদুল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা হঠাৎ জোরে শব্দ শুনতে পান। এর পরপরই গাড়ি গড়াতে গড়াতে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল। একপর্যায়ে স্থানীয় লোকজন পানিতে নেমে গাড়ির কাছে যায়। এ সময় জাহিদুল গাড়ির দরজা খুলে দিলে এটি দ্রুত ডুবতে থাকে। এ সময় সবাইকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাফিরা ও তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।

No comments

Powered by Blogger.