জমজমাট পাঁচবিবির ঈদবাজার
জয়পুরহাটের
পাঁচবিবিতে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। কাপড়ের দোকান থেকে শুরু করে
জুতা, কসমেটিকসসহ প্রায় সব দোকানে উপচে পড়া ভিড়। দর্জির দোকানেও উপচে পড়া
ভিড়। নিউ ফ্লোরা ফ্যাশনের মালিক শাহিন বলেন, এ বছরে মেয়েদের আকর্ষণীয় পোশাক
কিরণমাল বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০ টাকায়, কটকটি ৮০০, পের্গাটি ৭০০,
জলনূপুর ১১০০ টাকা করে। অপর দিকে ছেলেদের শর্ট পাঞ্জাবি বিক্রি হচ্ছে সাড়ে
১১০০ থেকে ২৫০০ টাকা করে। দোকানের মালিক দুলাল বলেন, ৬ জন কারিগর দিয়ে চলছে
তার প্রতিষ্ঠান। রোজা শুরু হওয়ার আগেই অর্ডার বেশি হওয়ায় আরও দুজন কারিগর
নিয়োগ করেছি। তার পরেও গ্রাহক সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। তিনি জানান,
কাজের অর্ডার এখনও চলছে ঈদের আগেও আসবে। তবে গত বছরের চেয়ে কিছুটা কম। সাথী
টেইলার্সের মালিক শ্রী শ্রীনাথ শীল বলেন, কাজের ভিড়ে কারিগরদের এখন দম
ফেলার সময় নেই। ঈদের আগে গ্রাহকদের পোশাক সরবরাহ দিতে হবে। কয়েকজন টেইলার্স
মালিকরা আরও জানান, একটি শার্ট ও প্যান্ট কাটিং ৮০০ টাকা, থ্রি-পিস কাটিং
২০০ টাকা, বোরকা ২১০ টাকা, ছোটদের ফ্রক ২৫০ টাকা, ব্লাউজ ৮০ থেকে ২৫০ টাকা,
পাঞ্জাবি কাটিং ২৫০ টাকা, কাপড়ের পাশাপাশি মহিলারা ভিড় করছে জুয়েলারি
দোকানগুলোয়। রীতা জুয়েলার্সের মালিক নিমাই চন্দ্র জানান, ঈদকে সামনে রেখে
অনেকেই আসছেন পুরনো গহনা ঠিক করতে। আবার কেউ আসছেন নতুন গহনার অর্ডার দিতে।
No comments