সাকিবের ‘ডাবল সেঞ্চুরি’, সাকিবের ‘ডাবল’
সাকিব
আল হাসানের বলটা বাতাসে ভাসিয়ে দিলেন হাশিম আমলা। মিড-অফ থেকে দৌড়ে গেলেন
সাব্বির রহমান। কিন্তু লুফে নিতে পারলেন না। অপেক্ষা খুব বেশি বাড়ল না।
পরের ওভারে সাকিবেরই শিকার হয়ে ফিরলেন আমলা। আর এর সঙ্গে ২০০ উইকেটের
মাইলফলক ছুঁয়ে সাকিব গড়লেন আরেক রেকর্ড।
আবদুর রাজ্জাকের প্রথম বাংলাদেশি হিসেবে উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করলেন সাকিব। ২০৭টি উইকেট নিয়ে রাজ্জাক অবশ্য এখনো তালিকার শীর্ষে। তবে একাদশে ব্রাত্য হয়ে পড়া এই বাঁ হাতি স্পিনার খুব বেশি দিন মুকুটটা ধরে রাখার সুযোগ পাবেন না। একটা সান্ত্বনা রাজ্জাক পেতে পারেন, এ বছর আর কোনো ওয়ানডে নেই বাংলাদেশের। মাশরাফিও আছেন ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। আর একটি উইকেট চাই তাঁর।
ওয়ানডে ইতিহাসে সাকিবের আগে মাত্র তিনজন বাঁহাতি স্পিনার পেয়েছেন ২০০ উইকেট। বাংলাদেশের রাজ্জাক ছাড়াও এ তালিকায় নাম লিখিয়েছেন সনাৎ জয়াসুরিয়া ও ড্যানিয়েল ভেট্টোরি।
উইকেটের ডাবল সেঞ্চুরি পূরণের দিন অলরাউন্ডার হিসেবে আরেকটি গৌরবের ‘ডাবল’ পূরণ করেছেন সাকিব। ঢুকে পড়েছেন রেকর্ড বইয়ের আরও একটি অধ্যায়ে। ওয়ানডেতে সাকিবের রান ৪ হাজার ৩৮২। চার হাজার রান ও দুই শ উইকেটের ‘ডাবল’ এর আগে ছিল মাত্র ছয় ক্রিকেটারের। সাকিব বসেছেন জয়াসুরিয়া, ক্রিস হ্যারিস, ক্রিস কেয়ার্নস, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাকদের পাশে। আগের ছয়জনের মাত্র দুজন ছিলেন স্পিনার—জয়াসুরিয়া ও আফ্রিদি। দলটা কিছুটা হলেও ভারি করলেন সাকিব। তবে এদের মধ্যে সাকিবের অর্জন নিঃসন্দেহে অনন্য। কারণ, এ মাইলফলক ছুঁয়েছেন ১৫৬ ওয়ানডে খেলে। এত দ্রুত এ ‘ডাবল’-এর রেকর্ড গড়তে পারেননি বাকি ছয়জন।
আবদুর রাজ্জাকের প্রথম বাংলাদেশি হিসেবে উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করলেন সাকিব। ২০৭টি উইকেট নিয়ে রাজ্জাক অবশ্য এখনো তালিকার শীর্ষে। তবে একাদশে ব্রাত্য হয়ে পড়া এই বাঁ হাতি স্পিনার খুব বেশি দিন মুকুটটা ধরে রাখার সুযোগ পাবেন না। একটা সান্ত্বনা রাজ্জাক পেতে পারেন, এ বছর আর কোনো ওয়ানডে নেই বাংলাদেশের। মাশরাফিও আছেন ২০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। আর একটি উইকেট চাই তাঁর।
ওয়ানডে ইতিহাসে সাকিবের আগে মাত্র তিনজন বাঁহাতি স্পিনার পেয়েছেন ২০০ উইকেট। বাংলাদেশের রাজ্জাক ছাড়াও এ তালিকায় নাম লিখিয়েছেন সনাৎ জয়াসুরিয়া ও ড্যানিয়েল ভেট্টোরি।
উইকেটের ডাবল সেঞ্চুরি পূরণের দিন অলরাউন্ডার হিসেবে আরেকটি গৌরবের ‘ডাবল’ পূরণ করেছেন সাকিব। ঢুকে পড়েছেন রেকর্ড বইয়ের আরও একটি অধ্যায়ে। ওয়ানডেতে সাকিবের রান ৪ হাজার ৩৮২। চার হাজার রান ও দুই শ উইকেটের ‘ডাবল’ এর আগে ছিল মাত্র ছয় ক্রিকেটারের। সাকিব বসেছেন জয়াসুরিয়া, ক্রিস হ্যারিস, ক্রিস কেয়ার্নস, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাকদের পাশে। আগের ছয়জনের মাত্র দুজন ছিলেন স্পিনার—জয়াসুরিয়া ও আফ্রিদি। দলটা কিছুটা হলেও ভারি করলেন সাকিব। তবে এদের মধ্যে সাকিবের অর্জন নিঃসন্দেহে অনন্য। কারণ, এ মাইলফলক ছুঁয়েছেন ১৫৬ ওয়ানডে খেলে। এত দ্রুত এ ‘ডাবল’-এর রেকর্ড গড়তে পারেননি বাকি ছয়জন।
খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০ উইকেট সেরা গড় ৫ উইকেট ক্যাচ
সনাৎ জ্য়াসুরিয়া ৪৪৫ ১৩৪৩০ ১৮৯ ৩২.৩৬ ২৮ ৩২৩ ২৯/৬ ৩৬.৭৫ ৪ ১২৩
ক্রিস হ্যারিস ২৫০ ৪৩৭৯ ১৩০ ২৯ ১ ২০৩ ৪২/৫ ৩৭.৫০ ১ ৯৬
ক্রিস কেয়ার্নস ২১৫ ৪৯৫০ ১১৫ ২৯.৪৬ ৪ ২০১ ৪২/৫ ৩২.৮০ ১ ৬৬
জ্যাক ক্যালিস ৩২৮ ১১৫৭৯ ১৩৯ ৪৪.৩৬ ১৭ ২৭৩ ৩০/৫ ৩১.৭৯ ২ ১৩১
শহীদ আফ্রিদী ৩৯৮ ৮০৬৪ ১২৪ ২৩.৫৭ ৬ ৩৯৫ ১২/৭ ৩৪.৫১ ৯ ১২৭
আবদুল রাজ্জাক ২৬৫ ৫০৮০ ১১২ ২৯.৭০ ৩ ২৬৯ ৩৫/৬ ৩১.৮৩ ৩ ৩৫
সাকিব আল হাসান ১৫৬ ৪৩৮২ ১৩৪* ৩৫.৩৩ ৬ ২০০ ১৬/৪ ২৮.৪৮ ০ ৩৯
সনাৎ জ্য়াসুরিয়া ৪৪৫ ১৩৪৩০ ১৮৯ ৩২.৩৬ ২৮ ৩২৩ ২৯/৬ ৩৬.৭৫ ৪ ১২৩
ক্রিস হ্যারিস ২৫০ ৪৩৭৯ ১৩০ ২৯ ১ ২০৩ ৪২/৫ ৩৭.৫০ ১ ৯৬
ক্রিস কেয়ার্নস ২১৫ ৪৯৫০ ১১৫ ২৯.৪৬ ৪ ২০১ ৪২/৫ ৩২.৮০ ১ ৬৬
জ্যাক ক্যালিস ৩২৮ ১১৫৭৯ ১৩৯ ৪৪.৩৬ ১৭ ২৭৩ ৩০/৫ ৩১.৭৯ ২ ১৩১
শহীদ আফ্রিদী ৩৯৮ ৮০৬৪ ১২৪ ২৩.৫৭ ৬ ৩৯৫ ১২/৭ ৩৪.৫১ ৯ ১২৭
আবদুল রাজ্জাক ২৬৫ ৫০৮০ ১১২ ২৯.৭০ ৩ ২৬৯ ৩৫/৬ ৩১.৮৩ ৩ ৩৫
সাকিব আল হাসান ১৫৬ ৪৩৮২ ১৩৪* ৩৫.৩৩ ৬ ২০০ ১৬/৪ ২৮.৪৮ ০ ৩৯
No comments