২৯ ধর্ষণে ১৫৩৫ বছর জেল
বাঁচবেই বা কতদিন কিন্তু জেল হয়েছে ১৫৩৫ বছর। ২০০৭ থেকে ২০১২ সালে গ্রেফতার হওয়া পর্যন্ত ২৯ জন মহিলাকে যৌন নির্যাতন করেছেন তিনি। অপরাধের তালিকায় বাদ নেই চুরি, ডাকাতি, খুনের চেষ্টা, অপহরণ। এসব অপকর্মের দায়ে তাকে সাজা দেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার ৩৫ বছরের অ্যালবার্ট মোরাকেকে দীর্ঘমেয়াদি কারাবাসের সাজা দিয়েছেন জোহানেসবার্গ হাইকোর্ট। গোউটেং প্রদেশের তেমবিসা এলাকায় মহিলাদের কাছে তিনি ত্রাস হয়ে উঠেছিলেন। ৩০ দফা এমন অপকর্মের কারণে ৩০টির যাবজ্জীবন, ডাকাতির জন্য ৩৬০ বছর, খুনের চেষ্টা, অপহরণ ও ডাকাতির দায়ে আরও কয়েকশ’ বছর সাজা দেয়া হয়েছে তাকে। দক্ষিণ আফ্রিকার মিডিয়ার দাবি, তাদের দেশের সবচেয়ে নৃশংস,
জঘন্য মোরাকে। স্বাভাবিকভাবেই সাজা ঘোষণার সময় আদালতে হাজির মহিলারা মোরাকের ১৫৩৫ বছর কারাদণ্ডের রায় শুনে খুশিতে ফেটে পড়েন। পরস্পরকে জড়িয়ে ধরেন তারা। অবশ্য ১৭৫টি অপরাধের অভিযোগে মোরাকে নিজেকে নিরপরাধ বলে দাবি করেন। তবে ১৪৪টির ক্ষেত্রে দোষী সাব্যস্ত হন তিনি। বিচারক রিয়ান স্ট্রাইডম বলেছেন, মোরাকের মধ্যে বিন্দুমাত্র অনুতাপ নেই। বরং জোর গলায় নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। স্ট্রাইডম জানিয়েছেন, মোরাকের অত্যাচারের শিকার হওয়া মহিলারা অনেকেই তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। কেউ ফুঁপিয়ে কেঁদেছেন। অপরাধ করার সময় মানসিকভাবে তৈরিই থাকতেন এবং খুব ঠাণ্ডা মাথার লোক তিনি।
No comments