জনগণের টাকায় ‘উল্লাস’ বন্ধের নির্দেশ
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-কে ফাইভ স্টার হোটেলে এজিএম
অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের মূল্য
পরিবর্তনের শুনানি চলাকালে বিইআরসি চেয়ারম্যান এ আর খান এ নির্দেশ দেন।
কোম্পানির প্রতিনিধিদের উদ্দেশে বিইআরসি চেয়ারম্যান বলেন, আপনারা নিজের
পকেটের টাকায় হোটেল রুপসী বাংলায় কয়দিন খেয়েছেন? আমি তো কখনও খাইনি। জনগণের
টাকায় এধরণের ‘উল্লাস’ করার অধিকার কে দিয়েছে? আজ থেকে এ উল্লাস রহিত করা
হল। এ আর খান আরও বলেন, এখন থেকে জিটিসিএল এধরনের কোন ব্যয় করলে তা কমিশনের
অনুমতি নিয়ে করতে হবে। জিটিসিএল’র কর্মকর্তা-কর্মচারি নিয়োগ প্রক্রিয়ার
কড়া সমালোচনা করে এ বিষয়ে স্বচ্ছতা আনার নির্দেশও দেন বিইআরসি চেয়ারম্যান। সোমবার
সকালে বিইআরসি কার্যালয়ে গ্যাসের মূল্য পরিবর্তন সংক্রান্ত গণশুনানি শুরু
হয়েছে। এতে গ্যাসের সঞ্চালন ট্যারিফ বাড়ানোর জন্য বিইআরসি কাছে প্রস্তাব
করেছিল জিটিসিএল। প্রস্তাবে প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন ট্যারিফ ৩২ পয়সা
থেকে বাড়িয়ে ৪৭ পয়সা করার কথা বলা হয়। জিটিসিএল’র এ প্রস্তাব নাকচ করে
দিয়ে গ্যাসের সঞ্চালন ট্যারিফ কমিয়ে ১৩ পয়সা করার সুপারিশ করে বিইআরসির
মূল্যায়ন কমিটি। শুনানি গ্রহণ করেন বিইআরসি চেয়ারম্যান এ আর খান, সদস্য ড.
সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রহমান মুরশেদ ও মো. মাকসুদুল হক।
শুনানিতে পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভোক্তাদের পক্ষ থেকে
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
No comments