জিম্বাবুয়ের টার্গেট ২৫৭
জিম্বাবুয়েকে ২৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩ বাউন্ডারি ও দুই ছক্কায় খেলেন ২৫ বলে ৩৯ রানের মারকুটে ইনিংস। মিরপুরে চতুর্থ ওয়ানডেতে শুরুর মতো ইনিংসের শেষভাগেও ধৈর্যহারা ব্যাটিং দেখান বাংলাদেশ ব্যাটসম্যানরা। ৩৭.২তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৬/৪। কিন্তু পরের তিন ওভারে ১১ রানে তিন উইকেট খুইয়ে বাংলাদেশের সংগ্রহটা পৌঁছে ১৭৭/৭-এ। এর আগে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংস মেরামত করেন মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগত ৭৭ রানে বড় শট খেলতে গিয়ে উইকেট দেন মুশফিক। এতে ৩৭.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৬/৫-এ। পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদুল্লার জুটিতে সংগ্রহ ১৩৪ রান। । টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩২ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৪ রানেই এনামুল হকের উইকেট হারায় বাংলাদেশ। এরপর একে একে বিদায় নেন তামিম, ইমরুল ও সাকিব। জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন নেভিল মাদজিভা ও সোলোমন মিরে। ওয়ানডেতে আজ অভিষেক হয়েছে স্পিনার জুবায়ের হোসেনের। বাংলাদেশ দল- তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হোসেন, জুবায়ের হোসেন ও রুবেল হোসেন।
No comments