ঠেলেই বিমান উড়াল যাত্রীরা
ঠেলেই বিমান উড়াল যাত্রীরা! ঘটনাটি মোটেই আষাড়ে গল্প নয়, শীতকালে প্রচণ্ড ঠাণ্ডায় এমনটিই ঘটেছে সাইবেরিয়ায়। ঠাণ্ডায় বিমানের চেসিস জমে যাওয়ায় সাইবেরীয় বিমান যাত্রীদের মাইনাস ৫২ ডিগ্রি তাপমাত্রায় নিচে নেমে বিমান ঠেলতে বাধ্য হলেন। রাশিয়ার প্রসিকিউটাররা বুধবার এ কথা বলেন। এক যাত্রী ইউটিউবে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করার পর ব্যতিক্রমী এ ঘটনাটি জানাজানি হয়। ভিডিও চিত্রে দেখা যায়, উৎফুল্ল যাত্রীরা তুষারাবৃত ইগারকা রানওয়েতে তুপোলেভ বিমানটি ঠেলছেন।
পশ্চিম সাইবেরিয়ার প্রসিকিউটররা বলেন, তারা মঙ্গলবারের এ ঘটনার ব্যাপারে তদন্ত করছেন। প্রসিকিউটররা এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাতাসের তাপমাত্রা কম হওয়ায় বিমানের চেসিসের ব্রেক সিস্টেম জমে অকেজো হয়ে যায়। টানা-ট্রাকের পক্ষে বিমানটিকে টেনে ট্যাক্সিওয়ের দিকে নেয়া সম্ভব না হওয়ায় যাত্রীরা বিমান থেকে নেমে ঠেলে ঠেলে এটিকে ট্যাক্সিওয়ের দিকে নেয়ার চেষ্টা চালান। বিমানটিতে মোট ৭৪ জন যাত্রী ছিল। এটি ইগারকা থেকে সাইবেরিয়ার ক্রানসনয়ার্স্ক যাচ্ছিল। এএফপি।
পশ্চিম সাইবেরিয়ার প্রসিকিউটররা বলেন, তারা মঙ্গলবারের এ ঘটনার ব্যাপারে তদন্ত করছেন। প্রসিকিউটররা এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাতাসের তাপমাত্রা কম হওয়ায় বিমানের চেসিসের ব্রেক সিস্টেম জমে অকেজো হয়ে যায়। টানা-ট্রাকের পক্ষে বিমানটিকে টেনে ট্যাক্সিওয়ের দিকে নেয়া সম্ভব না হওয়ায় যাত্রীরা বিমান থেকে নেমে ঠেলে ঠেলে এটিকে ট্যাক্সিওয়ের দিকে নেয়ার চেষ্টা চালান। বিমানটিতে মোট ৭৪ জন যাত্রী ছিল। এটি ইগারকা থেকে সাইবেরিয়ার ক্রানসনয়ার্স্ক যাচ্ছিল। এএফপি।
No comments