এভারেস্ট বেজ ক্যাম্পে ৫ বছরের বালক হর্ষিত
সর্বকনিষ্ঠ হিসেবে এভারেস্ট বেজ ক্যাম্প
আরোহণে রেকর্ড করেছে নয়া দিল্লির ৫ বছর বয়সী বালক হর্ষিত সৌমিত্র। জিডি
গোয়েঙ্কা বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্র হর্ষিত। গত শুক্রবার সে ৫৩৬৪ মিটার
উচ্চতায় এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছায়। কঠিন এ পর্বতারোহণ সফলভাবে সম্পন্ন
করার ক্ষেত্রে সে সর্বকনিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে। তার পিতা রাজীব সৌমিত্র
বার্তা সংস্থা আইএএনএসকে জানান, তারা হর্ষিতের নাম গিনেস বুক অব রেকর্ডস
আর লিমকা বুক অব রেকর্ডসে নিবন্ধনের চেষ্টা করবেন। ৬২ কিলোমিটার পথ অতিক্রম
করে এভারেস্টে বেজ ক্যাম্পে পৌঁছুতে হর্ষিতের সময় লেগেছে ১০ দিন। বেজ
ক্যাম্প থেকে নিকটবর্তী কালোপাথর পর্বত চূড়াতেও সে আরোহণ করে (৫৫৫০মিটার)।
এর ফলে ৭ বছর বয়সী আরেক ভারতীয় বালকের এভারেস্ট আরোহণের রেকর্ড ভাঙলো
হর্ষিত। ২০১২ সালে মে মাসে ৭ বছরের আরিয়ান বালাজি সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড
গড়ে। হর্ষিতের পিতা আরও বলেন, আমরা উদ্বিগ্ন ছিলাম সে হয়তো উচ্চতাপীড়ায়
ভুগতে পারে। কিন্তু তার কোন সমস্যা হয়নি। হর্ষিত এভারেস্ট বেজ ক্যাম্প
আরোহণের আগে রোহটাং পাস (৩৯৩০) আরোহণ করে। এরপর তার লক্ষ্য আফ্রিকার
কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ (৫৮৯৫ মিটার) আরোহণ করা। আর কয়েক বছরের মধ্যে
এভারেস্ট পর্বতশৃঙ্গে (৮৮৪৮) পদাঙ্ক এঁকে দেয়াটাও তার পরিকল্পনায় রয়েছে।
No comments