কাশ্মীরে সেনাদের সঙ্গে মোদির দীপাবলি উদযাপন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দীপাবলির দিনে বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলে ভারতীয় সৈন্যদের সঙ্গে সময় কাটাতে সিয়াচেন সফর করেছেন। গত মাসের বন্যা-বিধ্বস্ত কাশ্মীরে দুর্গতদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে রাজ্যের রাজধানী সফরে যান মোদি। বৃহস্পতিবার সকালে সেনাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে সিয়াচেন রওনা হন মোদি। এ নিয়ে মোদি এক টুইটার বার্তায় লেখেন, ‘আমার সৌভাগ্য যে আমি আজকের এই বিশেষ দিনে আমাদের সাহসী সৈন্যদের সঙ্গে সময় কাটাতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমি প্রতিটি ভারতীয় নাগরিকের পক্ষ থেকে আমাদের সৈন্যদের কাছে এই বার্তা নিয়ে যাচ্ছি যে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সঙ্গে আছি।’
পরে টেলিভিশন ফুটেজে দেখানো হয়, মোদি সিয়াচেনে সৈন্যদের শুভেচ্ছা জানাচ্ছেন। এ মাসের গোড়ার দিকে কাশ্মীরে আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ভারত ও পাকিস্তান উভয়পক্ষই এর জন্য পরস্পরকে দায়ী করে। সিয়াচেন সফর শেষে মোদির কাশ্মীরের প্রধান নগরী শ্রীনগর যাওয়ার কথা রয়েছে। শ্রীনগরে গত মাসে এ অঞ্চলে গত ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। এ বন্যায় পাকিস্তান ও ভারতে সাড়ে চারশ’র বেশি মানুষ মারা যায়। ভারতশাসিত কাশ্মীর অঞ্চলে বন্যার সময় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য প্রাদেশিক সরকার সমালোচনার মুখে পড়ে। বৃহস্পতিবার দোকান মালিকরা মোদির সফর উপলক্ষে ধর্মঘট পালন করছে। চলতি বছরের শেষ নাগাদ কাশ্মীরে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী দলগুলো মোদির সফরকে নির্বাচনী স্টান্টবাজি বলে সমালোচনা করেছে। তবে পর্যবেক্ষক মহলের ধারণা বন্যার কারণে নির্বাচন স্থগিত করা হতে পারে। এএফপি।
No comments