নেপালে এপ্রিল-মে মাসে সাংবিধানিক পরিষদ নির্বাচন
নেপালে আগামী এপ্রিল অথবা মে মাসে সাংবিধানিক পরিষদের নির্বাচন হবে। মাওবাদী নেতৃত্বাধীন সরকার গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেয়। এ নির্বাচন চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করবে বলে আশা করছে তারা।
পূর্বসূচি অনুসারে এ সপ্তাহেই নেপালে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে আইনি জটিলতা ও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের তারিখ ও ধরন নিয়ে মতপার্থক্যের কারণে তা পিছিয়ে যায়।তথ্যমন্ত্রী রাজকিশোর যাদব গতকাল বলেন, 'সরকার আগামী বছর এপ্রিল বা মে মাসের মাঝামাঝি সাংবিধানিক পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর তারিখ চূড়ান্ত করা হবে।' তথ্যমন্ত্রী বলেন, সরকার ২২ নভেম্বর নির্বাচন করতে চেয়েছিল। তবে বিশেষ পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।
গত মে মাসে অন্তর্বর্তী পরিষদ ভেঙে যাওয়ার পর থেকে মাওবাদী নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছে। নতুন সংবিধান তৈরি করতে না পারায় ওই পরিষদটি ভেঙে দেওয়া হয়।
মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই শুরুতে নভেম্বরে নির্বাচনের ডাক দিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, কার্যকর আইনি কাঠামোর অভাবে ভোটের আয়োজন করতে পারছে না তারা।
নেপালে ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজতন্ত্রের বিরুদ্ধে মাওবাদীদের লড়াইয়ে প্রায় ১৬ হাজার মানুষ মারা যায়। গৃহযুদ্ধ শেষে মাওবাদীরা মূলধারার রাজনীতিতে যোগ দেয়। দুবছর পর নির্বাচনে জিতে ক্ষমতায় যায় তারা। বেশি দিন টিকতে পারেনি। সংবিধান রচনাসহ নানা ব্যর্থতায় গত চার বছরে নেপালে কোনো রাজনৈতিক দলের সরকারই স্থায়ী হতে পারেনি। সূত্র : এএফপি।
No comments