'সিরিয়ার আধা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান'
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়ায় আধা সামরিক বাহিনী গড়ে তোলা এবং তাদের প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে লড়াই চালানোর জন্যই ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এদিকে রাজধানী দামেস্কের একটি হোটেলের সামনে গতকাল বুধবার বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে রাজধানী দামেস্কের একটি হোটেলের সামনে গতকাল বুধবার বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে তিনজন আহত হয়েছে। ওই হোটেলটি জাতিসংঘের পরিদর্শকরা ব্যবহার করতেন।
ওয়াশিংটনে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি জানান, সেনাবাহিনীর ওপর থেকে চাপ কমাতে সিরিয়ায় একটি আধা সামরিক বাহিনী গড়ে তুলে তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান। দীর্ঘ ১৮ মাসের লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। তাদের রসদ সরবরাহেও সমস্যা রয়েছে। ডেম্পসি বলেন, 'ইরান সিরিয়ার শিয়া মুসলিমদের প্রশিক্ষণ দিয়ে আধা সামরিক বাহিনী গঠনে সহায়তা করেছে। যৌথ এ সংবাদ সম্মেলন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটাও উপস্থিত ছিলেন। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি গ্রুপের সম্মেলনে গতকালও সিরিয়া প্রসঙ্গটি আলোচিত হয়। তাদের গতকালই সিরিয়ার সদস্যপদ স্থগিত করার কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানা যায়নি। এর আগে গত বছর আরব লিগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে। সূত্র : এএফপি।
ওয়াশিংটনে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি জানান, সেনাবাহিনীর ওপর থেকে চাপ কমাতে সিরিয়ায় একটি আধা সামরিক বাহিনী গড়ে তুলে তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান। দীর্ঘ ১৮ মাসের লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। তাদের রসদ সরবরাহেও সমস্যা রয়েছে। ডেম্পসি বলেন, 'ইরান সিরিয়ার শিয়া মুসলিমদের প্রশিক্ষণ দিয়ে আধা সামরিক বাহিনী গঠনে সহায়তা করেছে। যৌথ এ সংবাদ সম্মেলন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটাও উপস্থিত ছিলেন। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি গ্রুপের সম্মেলনে গতকালও সিরিয়া প্রসঙ্গটি আলোচিত হয়। তাদের গতকালই সিরিয়ার সদস্যপদ স্থগিত করার কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি জানা যায়নি। এর আগে গত বছর আরব লিগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে। সূত্র : এএফপি।
No comments