মঙ্গল অভিযানে নামছে ভারত
মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে ভারত। আগামী বছরের শেষ নাগাদ এ অভিযান শুরু হতে পারে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বুধবার এসব কথা জানিয়েছেন।
মনমোহন বলেন, 'আমাদের মহাকাশযান মঙ্গলের কাছাকাছি যাবে এবং গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এটি হবে আমাদের বিরাট এক পদক্ষেপ।' এ মাসের শুরুতে ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই জানায়, আগামী বছরের নভেম্বর নাগাদ মঙ্গলের উদ্দেশে মানুষবিহীন মহাকাশযান পাঠাতে পারে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও)। সংস্থার কর্মকর্তাদের হিসাবে এ অভিযানের জন্য ৪০০ থেকে ৫০০ কোটি রুপি (সাত থেকে ৯ কোটি ডলার) খরচ হতে পারে। ২০১৬ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাও রয়েছে ভারতের। সূত্র : এএফপি।
No comments