আজ আধাবেলা পরশু পুরোবেলা ব্যাংক খোলা

আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকগুলোর কিছু শাখা খোলা থাকবে। অন্য দিনের মতোই এই দিনও গ্রাহকরা সাধারণ লেনদেন করতে পারবেন। শবেকদরের বন্ধ থাকা সত্ত্বেও শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া ও লেনদেনের সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ আগস্ট শনিবারও একইভাবে ব্যাংক খোলা থাকবে।


গতকাল বুধবার দেশের কয়েকটি বড় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহাজাদা বসুনিয়া বলেন, 'বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনেই আমরা বৃহস্পতিবার ও শনিবার প্রধান প্রধান শাখাগুলো খোলা রাখছি। এ সময় গ্রাহকরা অন্য দিনের মতোই সাধারণ লেনদেন করতে পারবেন।'
ব্যাংক এশিয়ার নির্বাহী কর্মকর্তা আবদুল মূইদ খান জানিয়েছেন, এই দুদিন সারা দেশে তাদের প্রায় ৫০টির মতো শাখা খোলা থাকবে। এসব শাখা থেকে গ্রাহকরা তাঁদের প্রয়োজনীয় সব লেনদেন সারতে পারবেন।

No comments

Powered by Blogger.