পর্যটকদের কলেরার ব্যাপারে সতর্ক করেছে নেপাল
বিদেশি পর্যটকদের কলেরার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে নেপাল। দেশটির প্রত্যন্ত এলাকায় কলেরা সংক্রমণে ১৩ জন মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার গত সোমবার এই আহ্বান জানায়। নেপালের মহামারী ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক জি ডি ঠাকুর পর্যটকদের ফোটানো বা বোতলজাত পানি পানের আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া তিনি ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতিও মনোযোগী হতে বলেছেন। তিনি জানান, নেপালের পশ্চিমাঞ্চলীয় দোতি জেলায় কলেরার কারণে গত দুই মাসে ১৩ জন মারা গেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। গত এপ্রিলের মাঝামাঝি থেকে রাজধানী কাঠমান্ডুতেও কলেরায় আক্রান্ত হওয়ার ১৫টি ঘটনা শনাক্ত করা হয়েছে। তবে এখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দোতিসহ নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর স্বাস্থ্যসেবা পরিস্থিতি বেশ নাজুক। জিডি ঠাকুর আরো বলেন, 'নেপালে ভ্রমণের পরিকল্পনা রয়েছে এমন বিদেশিদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমরা কেবল তাদের ফোটানো বা বোতলজাত পানি পানের এবং বাসি খাবার না খাওয়ার ব্যাপারে উৎসাহিত করব। আমাদের বিভাগ এ ব্যাপারে সতর্ক আছে; এবং আতঙ্কের কিছু নেই।' সূত্র : এএফপি।
No comments