প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো আর নেই
প্রথম আলো জবসের হেড অব অপারেশনস শৈবাল কানুনগো আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। শৈবালের পরিবার সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে তিনি সামান্য অসুস্থ বোধ করছিলেন। পরে সুস্থ বোধ করায় রাত তিনটার দিকে ঘুমিয়ে পড়েন।
ভোর পাঁচটার দিকে গোঙানির শব্দে ঘুম ভেঙে গেলে পরিবারের সদস্যরা তাঁকে পৌনে ছয়টার দিকে বারডেম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শৈবাল স্ত্রী, এক ছেলে, মা, বাবা ও দুই বোন রেখে গেছেন। তাঁর স্ত্রী শুক্লা দে ভিকারুননিসা নূন স্কুলের ইংরেজির শিক্ষক, ১৩ বছর বয়সী ছেলে শ্রেয়ান কানুনগো ইএসএসের (ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল) সপ্তম শ্রেণীর ছাত্র। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে শৈবাল দ্বিতীয়।
শৈবালের ভগ্নিপতি শান্তনু সাহা রায় জানান, ‘শৈবালের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। তাঁর মা লীলা কানুনগো ভারতের কলকাতা থেকে দেশে ফিরলেও বাবা শুভেন্দু কানুনগো এখনো আসতে পারেননি। আগামীকাল (আজ শুক্রবার) তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফেরার পর শৈবালের সৎকার করা হবে।’
শৈবাল কানুনগো প্রায় দুই বছর ধরে প্রথম আলো জবসের সঙ্গে ছিলেন। তাঁর মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।
শৈবাল স্ত্রী, এক ছেলে, মা, বাবা ও দুই বোন রেখে গেছেন। তাঁর স্ত্রী শুক্লা দে ভিকারুননিসা নূন স্কুলের ইংরেজির শিক্ষক, ১৩ বছর বয়সী ছেলে শ্রেয়ান কানুনগো ইএসএসের (ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল) সপ্তম শ্রেণীর ছাত্র। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে শৈবাল দ্বিতীয়।
শৈবালের ভগ্নিপতি শান্তনু সাহা রায় জানান, ‘শৈবালের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। তাঁর মা লীলা কানুনগো ভারতের কলকাতা থেকে দেশে ফিরলেও বাবা শুভেন্দু কানুনগো এখনো আসতে পারেননি। আগামীকাল (আজ শুক্রবার) তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফেরার পর শৈবালের সৎকার করা হবে।’
শৈবাল কানুনগো প্রায় দুই বছর ধরে প্রথম আলো জবসের সঙ্গে ছিলেন। তাঁর মৃত্যুতে প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।
No comments