নির্মাণাধীন শাহজালাল সার কারখানা- আগে গেছে গাছ এখন টিলা by জুয়েল খান,
শুরুতেই কাটা হয়েছিল দুই সহস্রাধিক গাছ। এবার কাটা হচ্ছে টিলা। প্রকল্প এলাকাজুড়ে যেন টিলা কাটার মহোৎসব চলছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা প্রকল্পের নির্ধারিত স্থানটি সমতল করতে একযোগে এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে চারটি টিলা কাটা হচ্ছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, অনুমতি ছাড়াই প্রকল্পের সহ-ঠিকাদারি প্রতিষ্ঠানব্রাদার্স গ্রুপ মাস খানেক ধরে অবৈধভাবে টিলা কাটছে। শাহজালাল সার কারখানা প্রকল্প সূত্রে জানা যায়, সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জে বর্তমান সার কারখানার দক্ষিণ-পশ্চিমে এর নির্মাণকাজ গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এরপর প্রকল্পের কাজ শুরু করে চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন লিমিটেড।
বিদেশি এ প্রতিষ্ঠানের কাছ থেকে দেশীয় ঠিকাদারিপ্রতিষ্ঠান ব্রাদার্স গ্রুপ প্রাথমিক পর্যায়ে ছয় কোটি টাকার মাটির কাজ পেয়ে টিলা কাটা শুরু করে। গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রকল্প এলাকায় চারটি টিলা একাধিক এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে। প্রকল্প এলাকার মাঝখানে ট্যাংকি টিলা হিসেবে পরিচিত দুটি টিলার দুই-তৃতীয়াংশ ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। বিরাট এলাকাজুড়ে থাকা প্রায় ৩৫-৪০ ফুট উঁচু এ দুটি টিলা প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সম্পূর্ণ কেটে ফেলা হবে বলে ঠিকাদারিপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে।
প্রকল্পের দক্ষিণ পাশে অবস্থিত প্রায় একই উচ্চতার দুটি টিলার মাঝখানে লাল কাপড় দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। এ দুটি টিলার সিংহভাগ কেটে ফেলতে টিলাগুলোকে এক্সকাভেটরের আঘাতে ক্ষতবিক্ষত করা হচ্ছে। এভাবে ঠিকাদারিপ্রতিষ্ঠানের শ্রমিকেরা ছোট-বড় চারটি টিলা কাটছেন। এক্সকাভেটর চালক জানান, জুলাইয়ের প্রথম সপ্তাহে দুই দিন টিলা কাটা বন্ধ ছিল। এক মাস ধরে টিলা চারটি কাটা হচ্ছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘চেতনা’র সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, সিলেট অঞ্চল এমনিতেই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। নির্মাণাধীন সার কারখানার প্রকল্পের জায়গা সমতল করতে প্রথমে দুই হাজার গাছ কেটে ফেলা হলো। এখন কাটা হচ্ছে একাধিক টিলা। টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে।
ঠিকাদারিপ্রতিষ্ঠান ব্রাদার্স গ্রুপের সাইট ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘আসলে এগুলো টিলা নয়, সামান্য উঁচু জায়গা। কেটে সমতল করা হচ্ছে।’ টিলা কাটার অনুমতিপত্র আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রকল্প পরিচালক ভালো বলতে পারবেন।’
নির্মাণাধীন শাহজালাল সার কারখানার প্রকল্প পরিচালক কামরুজ্জামান বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। যেকোনো মুহূর্তে অনুমোদন হয়ে যাবে।’
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ওরা একটা আবেদন দিয়েছিল; তবে টিলা কাটার অনুমতি দেওয়া হয়নি এখনো। আবেদনটি খতিয়ে দেখা হচ্ছে।’
No comments