ওয়েভরাইডারের পরীক্ষা ব্যর্থ
মার্কিন সেনাবাহিনীর হাইপারসনিক জেট ওয়েভরাইডারের পরীক্ষা ব্যর্থ হয়েছে। গত মঙ্গলবার ওই পরীক্ষা চালানো হয়েছিল। ওয়েভরাইডার শব্দের চেয়ে ছয় গুণ গতিতে (মাক-৬) চলতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, ত্রুটিযুক্ত কন্ট্রোল ফিনের কারণে সুপারসনিক-কমবাস্টশন র্যামজেট ইঞ্জিন চালু হয়নি।
এ কারণে বিমান থেকে আলাদা হওয়ার ১৫ সেকেন্ডের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে হাইপারসনিক জেটটি প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায়।
এক্স-৫১এ ওয়েভরাইডারের এটি ছিল দ্বিতীয় পরীক্ষা। ২০১১ সালের জুনে প্রথম পরীক্ষায় এটির গতি উঠেছিল মাক-৫। তখন ওয়েভরাইডারের ইঞ্জিন পূর্ণশক্তি অর্জনে ব্যর্থ হয়েছিল। তখনো প্রশান্ত মহাসাগরে ওয়েভরাইডার খোয়া গিয়েছিল।
ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে হাইপারসনিকের এ পরীক্ষা চালানো হয়। সর্বোচ্চ গতিতে ওয়েভরাইডারটি পাঁচ মিনিট ওড়ানোর পরিকল্পনা ছিল।
মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, জেটে গতিসঞ্চারের উদ্দেশ্যে একটি রকেট চালু করার ১৬ সেকেন্ডের মাথায় এর ত্রুটি ধরা পড়ে। রকেট ইউনিট বিচ্ছিন্ন হওয়ার ১৫ সেকেন্ড পর এক্স-৫১এ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিবিসি।
No comments