মেলা-ডিজিটাল আইসিটি ফেয়ার শুরু
গো গ্রিন উইথ আইসিটি' স্লোগান নিয়ে 'ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১' শুরু হয়েছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে সোমবার এ মেলার উদ্বোধন করেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতি এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বিশ্বব্যাপী
পরিবেশ বিপর্যয় রোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ও বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু। অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি বলেন, আইসিটি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ব্যাখ্যা করে জানান, 'গত ৪০ বছরে ফোকাস পয়েন্ট ঠিক না থাকায় দেশের সঠিক উন্নয়ন সম্ভব হয়নি। এখন আমাদের ফোকাস ডিজিটাল বাংলাদেশ।'
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার ই-বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে কার্যকর নীতিমালা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান, মহাসচিব এসএ কাদের কিরণ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ ও বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু। অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি বলেন, আইসিটি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের রূপরেখা ব্যাখ্যা করে জানান, 'গত ৪০ বছরে ফোকাস পয়েন্ট ঠিক না থাকায় দেশের সঠিক উন্নয়ন সম্ভব হয়নি। এখন আমাদের ফোকাস ডিজিটাল বাংলাদেশ।'
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার ই-বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে এ বিষয়ে কার্যকর নীতিমালা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান, মহাসচিব এসএ কাদের কিরণ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান।
No comments