ধীরে চলো নীতিতে পাকিস্তান
টেস্ট ক্রিকেটে ইদানীং সফলতা পেলেও পাকিস্তানের রান তোলার গতি নিয়ে একটা সমালোচনা আছেই। গতকালও এ থেকে বেরিয়ে আসতে পারেনি তারা। অবশ্য এর পেছনে কন্ডিশন এবং বাংলাদেশি বোলারদের ভালো বোলিংকে কারণ হিসেবে দাঁড় করালেন পাকিস্তানের ওপেনার তৌফিক উমর। তবে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পাওয়া এই বাঁ-হাতি ওপেনার জানিয়েছেন, আজ রান তোলার গতি বাড়াবেন তারা। জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
গতকাল ৬৯ ওভারে ২ উইকেটে ২০৫ রান তুলেছে পাকিস্তান। ব্যাটিং পরিকল্পনা নিয়ে তৌফিক বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা। এবং বাজে বলের জন্য অপেক্ষা করা। এখন আমরা একটি ভালো পজিশনে এসে গেছি এবং আগামীকাল (আজ) রান তোলার গতি বাড়াবো। তবে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।' কুয়াশা এবং আলো স্বল্পতার কারণে এমনিতেই প্রতি দিন বেশ কয়েক ঘণ্টা খেলা হচ্ছে না। তাই এভাবে ব্যাটিং করলে পাকিস্তান এ টেস্টে জিততে পারবে কি-না সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জয়ের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারে তারা; কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী তৌফিক জানান, 'আমাদের হাতে এখনও দু'দিন আছে। সবকিছু নির্ভর করছে আবহাওয়ার ওপর। সবকিছু যদি ঠিকঠাকমতো চলে তাহলে অবশ্যই আমরা পারব। কারণে আমাদের আছে বিশ্বমানের বোলিং আক্রমণ। যারা এক বা দুটি সেশনেই বিশ্বের যে কোনো ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদি আমরা দু'তিনটি সেশন পাই, তাহলেই চ্যালেঞ্জটা নিতে পারব। যদি আমরা একটা ভালো লিড নিতে পারি তাহলে অবশ্যই আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।'
গতকাল ধীরগতির ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তৌফিক বলেন, 'আমার মনে হয়, আমরা একটু ব্যাকফুটে ছিলাম। আজ (গতকাল) যদি আরও দু'তিনটা উইকেট হারিয়ে ফেলতাম তাহলে কঠিন পরিস্থিতিতে পড়ে যেতাম। তাই আমরা চেয়েছিলাম, ওদের রানের কাছাকাছি আগে পেঁৗছতে। আমার মনে হয়, আজ আমরা পুরোপুরি সফল।' সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। এ বছর দলের সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে। শ্রীলংকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন, ওয়েস্ট ইন্ডিজে ও নিউজিল্যান্ডের বিপক্ষে রান পেয়েছেন। আগের চেয়ে অনেক বেশি ধীর-স্থির এবং আস্থার সঙ্গে ব্যাটিং করছেন এ আইসিএল-ফেরত ক্রিকেটার। দলের প্রয়োজনেই তার এ বদলে যাওয়া বলে জানান তৌফিক, 'আসলে সবকিছু নির্ভর করে দল কী চায় তার ওপর। যদি অধিনায়ক এবং কোচ বলেন, নতুন বলে তোমাকে আগে টিকে থাকতে হবে, এরপর রান তুলবে_ আমাকে তাই করতে হবে। টিম ম্যানেজমেন্ট যা চায় আমরা সবাই তা-ই করি।'
গতকাল ধীরগতির ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তৌফিক বলেন, 'আমার মনে হয়, আমরা একটু ব্যাকফুটে ছিলাম। আজ (গতকাল) যদি আরও দু'তিনটা উইকেট হারিয়ে ফেলতাম তাহলে কঠিন পরিস্থিতিতে পড়ে যেতাম। তাই আমরা চেয়েছিলাম, ওদের রানের কাছাকাছি আগে পেঁৗছতে। আমার মনে হয়, আজ আমরা পুরোপুরি সফল।' সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। এ বছর দলের সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে। শ্রীলংকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন, ওয়েস্ট ইন্ডিজে ও নিউজিল্যান্ডের বিপক্ষে রান পেয়েছেন। আগের চেয়ে অনেক বেশি ধীর-স্থির এবং আস্থার সঙ্গে ব্যাটিং করছেন এ আইসিএল-ফেরত ক্রিকেটার। দলের প্রয়োজনেই তার এ বদলে যাওয়া বলে জানান তৌফিক, 'আসলে সবকিছু নির্ভর করে দল কী চায় তার ওপর। যদি অধিনায়ক এবং কোচ বলেন, নতুন বলে তোমাকে আগে টিকে থাকতে হবে, এরপর রান তুলবে_ আমাকে তাই করতে হবে। টিম ম্যানেজমেন্ট যা চায় আমরা সবাই তা-ই করি।'
No comments