সাঈদীর বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জবানবন্দি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুলতান আহমেদ হাওলাদার জবানবন্দি দেন। সুলতান আহমেদ হাওলাদার ট্রাইব্যুনালে বলেন, ১৯৭১ সালের আনুমানিক ৭ মে পিরোজপুরের পাড়েরহাটে পাকিস্তানি সেনাদের আসতে দেখেছেন তিনি। জবানবন্দিতে
তিনি বিভিন্ন লুটপাট ও অগ্নিসংযোগের বর্ণনা দেন। তিনি বলেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে ছিলেন দেলাওয়ার হোসেন শিকদার তথা বর্তমান সাঈদী। এ ছাড়া তাঁর সঙ্গে রাজাকার হিসেবে ছিলেন সেকান্দার আলী সিকদার, দানেশ আলী মোল্লা প্রমুখ।
এর আগে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী।
সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করে। এর আগে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।
এর আগে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী।
সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করে। এর আগে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।
No comments