একই গাছে লেবু ও কমলা
বাগানের টবে লাগানো কমলাগাছ থেকে কয়েক বছর ধরে সপরিবারে মিষ্টি কমলা খাচ্ছিলেন জুলিয়েট নিসবেট (৪৮)। একদিন হঠাৎ লক্ষ করলেন, গাছটির ডালে স্বাভাবিক কমলার পাশাপাশি কয়েকটি ফল হলুদ ও লম্বাটে দেখাচ্ছে। কমলা না বলে ফলগুলোকে লেবু বললেই যেন ঠিক হয়। নিসবেট ভাবলেন, আকার যা-ই হোক, পাকলে ঠিকই আসল কমলার রং ধারণ করবে ফলগুলো। কিছুদিন পর ফলগুলো আরও উজ্জ্বল ও লম্বাটে হলো। ফল খেয়ে দেখা গেল, স্বাদও ঠিক লেবুর মতো।
সেই থেকে নিসবেটের ওই গাছে একসঙ্গে কমলা ও লেবু ফলছে। স্কটল্যান্ডের ইস্ট লোদিয়ানের বাসিন্দা নিসবেট। নয় বছর আগে ১৫ পাউন্ড দিয়ে গাছটি কিনেছিলেন তিনি। এখন তিন ফুট উঁচু গাছটিতে প্রায় ২৫টি কমলা ও চারটি লেবু রয়েছে।
নিসবেট জানান, তাঁর এই গাছ দেখতে প্রতিদিন অনেক লোক আসে। একই গাছে কমলা ও লেবু দেখে অবাক হয় তারা।
স্থানীয় ডবিজ গার্ডেন সেন্টার থেকে গাছটি কেনেন নিসবেট। ওই উদ্যানের প্রধান নিল ফিশলক বলেন, এটি একটি কলম করা গাছ। গাছটি রোপণের সময় লেবুর গাছের অঙ্কুর কোনোভাবে এর সঙ্গে মিশে যাওয়ায় গাছটিতে কমলা ও লেবু দুটিই ফলছে। এটি ব্যতিক্রমী ঘটনা বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ধীরে ধীরে ওই গাছে লেবুর রাজত্ব বেড়ে কমলা বিলুপ্ত হতে পারে।
সেই থেকে নিসবেটের ওই গাছে একসঙ্গে কমলা ও লেবু ফলছে। স্কটল্যান্ডের ইস্ট লোদিয়ানের বাসিন্দা নিসবেট। নয় বছর আগে ১৫ পাউন্ড দিয়ে গাছটি কিনেছিলেন তিনি। এখন তিন ফুট উঁচু গাছটিতে প্রায় ২৫টি কমলা ও চারটি লেবু রয়েছে।
নিসবেট জানান, তাঁর এই গাছ দেখতে প্রতিদিন অনেক লোক আসে। একই গাছে কমলা ও লেবু দেখে অবাক হয় তারা।
স্থানীয় ডবিজ গার্ডেন সেন্টার থেকে গাছটি কেনেন নিসবেট। ওই উদ্যানের প্রধান নিল ফিশলক বলেন, এটি একটি কলম করা গাছ। গাছটি রোপণের সময় লেবুর গাছের অঙ্কুর কোনোভাবে এর সঙ্গে মিশে যাওয়ায় গাছটিতে কমলা ও লেবু দুটিই ফলছে। এটি ব্যতিক্রমী ঘটনা বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ধীরে ধীরে ওই গাছে লেবুর রাজত্ব বেড়ে কমলা বিলুপ্ত হতে পারে।
No comments