ভুট্টোর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার প্রস্তাবে জারদারির সম্মতি
পাকিস্তানের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ডের রায়টি পুনর্বিবেচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গত শুক্রবার তিনি দেশটির সংবিধানের ১৮৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ওই প্রস্তাবে সই করেন।
প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর জানান, প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে পাঠানো হবে।
জুলফিকার আলী ভুট্টো ছিলেন দেশটির প্রথম নির্বাচিত সরকারের প্রধান এবং বর্তমানে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৭৭ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর রাজনৈতিক হত্যাকাণ্ডের দায়ে ১৯৭৯ সালের ৪ এপ্রিল স্বৈরশাসক জিয়াউল হক সরকার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করে।
কয়েক বছর আগে ওই রায়টি পুনর্বিবেচনার আবেদন করা হলে হাইকোর্ট তা নাকচ করে দেন। পিপিপি ওই মৃত্যুদণ্ডকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করে আসছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর জানান, প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে পাঠানো হবে।
জুলফিকার আলী ভুট্টো ছিলেন দেশটির প্রথম নির্বাচিত সরকারের প্রধান এবং বর্তমানে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৭৭ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর রাজনৈতিক হত্যাকাণ্ডের দায়ে ১৯৭৯ সালের ৪ এপ্রিল স্বৈরশাসক জিয়াউল হক সরকার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করে।
কয়েক বছর আগে ওই রায়টি পুনর্বিবেচনার আবেদন করা হলে হাইকোর্ট তা নাকচ করে দেন। পিপিপি ওই মৃত্যুদণ্ডকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করে আসছে।
No comments