পাঁচ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা



প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ, বিএসআরএম স্টিলস লিমিটেড ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ, ইউনাইটেড ইনস্যুরেন্স ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ, ইউনাইটেড লিজিং ৭.৫ শতাংশ নগদ ও ৭৫ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১৬ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ মে বেলা ১১টায় ঢাকার গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৩ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৩১.৫৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫১.০১ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬৩.৭০ টাকা।
বিএসআরএম স্টিলস লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে বেলা ১১টায় চট্টগ্রামে এসএস খালেদ রোডের চট্টগ্রাম সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৩ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মোট মুনাফা ৯৬,৪৮,৯০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ৫৩.১২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৭৮.৭১ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৮.২৬ টাকা।
ইউনাইটেড ইনস্যুরেন্স: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন সকাল সাড়ে ১০টায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২০ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মোট মুনাফা ১৫,০০,৩০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ৫০.০১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৪১ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১.৫২ টাকা।
ইউনাইটেড লিজিং: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন বেলা ১১টায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৮ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মোট মুনাফা ৩৭,৮২,৮০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ৭১.৬৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩০৭ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৫৪.০৮ টাকা।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে সকাল সাড়ে ১০টায় ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১২ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ২০.৯১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫৬.৫৯ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৭ টাকা।

No comments

Powered by Blogger.