এ রাজাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ভারতের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী এ রাজাসহ ১২ জনের বিরুদ্ধে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দে (দ্বিতীয় প্রজন্মের ফোন) দুর্নীতির মামলায় অভিযোগপত্র দিয়েছে সে দেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। সংস্থাটি গতকাল শনিবার দিল্লির পাটিয়ালা কোর্ট হাউসে ৮০ হাজার পৃষ্ঠার অভিযোগপত্রটি দাখিল করে।
এ রাজা ছাড়াও অভিযোগপত্রে সাবেক টেলিকমসচিব সিদ্ধার্থ বেহুরা, এ রাজার সাবেক ব্যক্তিগত সহকারী আর কে চান্ডোলিয়া, টেলিকম প্রমোটার শহীদ বালওয়া, গৌতম দোশি, সৌরভ পাপাড়িয়া, হরি নায়ার, সঞ্জয় চন্দ্রের নাম রয়েছে। এ ছাড়া ইউনিটেক, রিলায়েন্স কমিউনিকেসন্স ও সোয়ান টেলিকম কোম্পানির বিরুদ্ধে সুবিধাভোগের অভিযোগ আনা হয়েছে।
এ রাজার বিরুদ্ধে দুর্নীতি, ষড়যন্ত্র, প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
অভিযোগ রয়েছে, এ রাজা ২০০৮ সালে অনিয়ম করে কয়েকটি কোম্পানির কাছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ করেন। এ কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়। বিরোধীরা তাঁর পদত্যাগের দাবি তোলে। এ ছাড়া দেশটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা বিব্রত বোধ করেন।
এ রাজা ছাড়াও অভিযোগপত্রে সাবেক টেলিকমসচিব সিদ্ধার্থ বেহুরা, এ রাজার সাবেক ব্যক্তিগত সহকারী আর কে চান্ডোলিয়া, টেলিকম প্রমোটার শহীদ বালওয়া, গৌতম দোশি, সৌরভ পাপাড়িয়া, হরি নায়ার, সঞ্জয় চন্দ্রের নাম রয়েছে। এ ছাড়া ইউনিটেক, রিলায়েন্স কমিউনিকেসন্স ও সোয়ান টেলিকম কোম্পানির বিরুদ্ধে সুবিধাভোগের অভিযোগ আনা হয়েছে।
এ রাজার বিরুদ্ধে দুর্নীতি, ষড়যন্ত্র, প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
অভিযোগ রয়েছে, এ রাজা ২০০৮ সালে অনিয়ম করে কয়েকটি কোম্পানির কাছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স বরাদ্দ করেন। এ কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়। বিরোধীরা তাঁর পদত্যাগের দাবি তোলে। এ ছাড়া দেশটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা বিব্রত বোধ করেন।
No comments