আফ্রিদিদের প্রশংসা করলেন ইন্তিখাব
সাফল্য কী আছে তা বিবেচ্য নয়, বিশ্বকাপে পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলমের কাছে বড় ব্যাপার হচ্ছে দলের একতা। পুরো বিশ্বকাপে দল যেভাবে একসূত্রে গাঁথা ছিল, দেশে ফিরে সেটারই প্রশংসা করেছেন তিনি।
পাকিস্তানের ক্রিকেট মানেই যেন বিতর্ক, এই বিশ্বকাপে দেখা গেছে এর উল্টোটাই। স্পট ফিক্সিং বিতর্ক মাথায় নিয়ে বিশ্বকাপ খেলতে নামা পাকিস্তান নতুন করে আর কোনো বিতর্কের জন্ম দেয়নি। বিশ্বকাপ থেকে ফিরে ইন্তিখাব বলেছেন, ‘আমার প্রধান কাজ ছিল দলে ঐক্য বজায় রাখা। আমার মনে হয়, এটা আমরা করতে পেরেছি। এটাই আমার সন্তুষ্টির জায়গা।’ ওয়েবসাইট।
সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান। এই সফরে দল ভালো করবে বলে বিশ্বাস ইন্তিখাবের। আর পাকিস্তানের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি, ‘এই দলটির সামর্থ্য অনেক এবং ভবিষ্যতে অনেক ভালো করবে।’
পাকিস্তানের ক্রিকেট মানেই যেন বিতর্ক, এই বিশ্বকাপে দেখা গেছে এর উল্টোটাই। স্পট ফিক্সিং বিতর্ক মাথায় নিয়ে বিশ্বকাপ খেলতে নামা পাকিস্তান নতুন করে আর কোনো বিতর্কের জন্ম দেয়নি। বিশ্বকাপ থেকে ফিরে ইন্তিখাব বলেছেন, ‘আমার প্রধান কাজ ছিল দলে ঐক্য বজায় রাখা। আমার মনে হয়, এটা আমরা করতে পেরেছি। এটাই আমার সন্তুষ্টির জায়গা।’ ওয়েবসাইট।
সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান। এই সফরে দল ভালো করবে বলে বিশ্বাস ইন্তিখাবের। আর পাকিস্তানের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি, ‘এই দলটির সামর্থ্য অনেক এবং ভবিষ্যতে অনেক ভালো করবে।’
No comments