ওয়ারসিকে বরখাস্ত করা হতে পারে
যুক্তরাজ্যের কেবিনেট মন্ত্রী ও কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান ব্যারোনেস সৈয়দা হুসেইন ওয়ারসিকে বরখাস্ত করা হতে পারে। আগামী গ্রীষ্মে দেশটির মন্ত্রিপরিষদে রদবদল করা হবে। তখন তাঁকে বরখাস্ত করা হতে পারে। ক্ষমতাসীন দলের একজন জ্যেষ্ঠ এমপির বরাত দিয়ে গতকাল শনিবার ডেইলি মিরর-এ প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।
এর আগে যুক্তরাজ্যে ইসলাম-ভীতি, বিকল্প ভোট পদ্ধতি (এভি) পরিবর্তনের বিষয়ে মন্তব্য করে দলের নেতাদের কঠোর সমালোচনার মুখে পড়েন ওয়ারসি। তিনি বলেন, যুক্তরাজ্যের পরিবারগুলোতে ইসলাম-ভীতি দেখা দিয়েছে। এ ছাড়া এভি নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি করে তিনি তাঁর লিবারেল ডেমোক্রেটস দলের সহকর্মীদের বিরাগভাজন হবেন।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পছন্দের ব্যক্তি গৃহায়ণমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস হুসেইন ওয়ারসির স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করারা শর্তে একজন জ্যেষ্ঠ এমপি জানান, আগামী জুনে কিংবা জুলাইয়ে মন্ত্রিসভায় রদবদল করার পরিকল্পনা রয়েছে ক্যামেরনের। তখনই ওয়ারসিকে বরখাস্ত করা হতে পারে।
পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারোনেস ওয়ারসি যুক্তরাজ্যের প্রথম মুসলিম মন্ত্রী।
এর আগে যুক্তরাজ্যে ইসলাম-ভীতি, বিকল্প ভোট পদ্ধতি (এভি) পরিবর্তনের বিষয়ে মন্তব্য করে দলের নেতাদের কঠোর সমালোচনার মুখে পড়েন ওয়ারসি। তিনি বলেন, যুক্তরাজ্যের পরিবারগুলোতে ইসলাম-ভীতি দেখা দিয়েছে। এ ছাড়া এভি নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবি করে তিনি তাঁর লিবারেল ডেমোক্রেটস দলের সহকর্মীদের বিরাগভাজন হবেন।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পছন্দের ব্যক্তি গৃহায়ণমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস হুসেইন ওয়ারসির স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করারা শর্তে একজন জ্যেষ্ঠ এমপি জানান, আগামী জুনে কিংবা জুলাইয়ে মন্ত্রিসভায় রদবদল করার পরিকল্পনা রয়েছে ক্যামেরনের। তখনই ওয়ারসিকে বরখাস্ত করা হতে পারে।
পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারোনেস ওয়ারসি যুক্তরাজ্যের প্রথম মুসলিম মন্ত্রী।
No comments