কারামুক্তির জন্য আবারও আবেদন করেছেন নলিনী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নলিনী শ্রীহরণ আবারও মুক্তির জন্য আবেদন জানিয়েছেন।
তামিলনাড়ু সরকারকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। নলিনী বর্তমানে তামিলনাড়ু রাজ্যের ভেলোরের একটি কারাগারে রয়েছেন। গত এপ্রিলে একই আদালত নলিনীর একই ধরনের আবেদন প্রত্যাখ্যান করেন।
নলিনী গত বছরের সেপ্টেম্বরে মুক্তির দাবিতে অনশন করেন। তখন তিনি বলেছিলেন, ‘আমার বয়স ৪৩ বছর। ১৮ বছর কারাভোগ শেষে বেশি দিন বাঁচার আশা নেই। তাই শেষ দিনগুলো নিজের বাড়িতে কাটানোর সুযোগ দিন।’
রাজিব গান্ধী ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে আত্মঘাতী হামলায় নিহত হন। ওই বছরই নলিনীকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৯ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেন সুপ্রিম কোর্ট। নলিনী কারাগারে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর মধ্যস্থতায় তাঁর মৃত্যুদণ্ডের আদেশ রদ করা হয়। পরিবর্তে নলিনীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

No comments

Powered by Blogger.