চীনের লাও জাপানের চিসাতো
চীনেরই জয়জয়কার চলছে এশিয়ান গেমসে। তবে রাশি রাশি সোনার ভিড়েও লাও ই-র এনে দেওয়া সোনাটা বাড়তি আনন্দের। এশিয়ান গেমসে যে এই প্রথম ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতল চীন। কাল ফটো ফিনিশে সোনা জিতে এশিয়ার দ্রুততম মানব হয়েছেন লাও ই (১০.২৪)। সৌদি আরবের ইয়াসির আল-নাসরি (১০.২৬) জিতেছেন রুপা ও ওমানের বারাকাত আল-হার্থি (১০.২৮) ব্রোঞ্জ।
১১.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে গেমসের দ্রুততম মানবী জাপানের চিসাতো ফুকুশিমা। উজবেকিস্তানের গুজেল খুবিয়েভা (১১.৩৪) রুপা ও ভিয়েতনামের ভু থি হৌং (১১.৪৩) ব্রোঞ্জ জিতেছেন।
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অবশ্য সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশও ছিল। হিটে ১১.১৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের আজহারুল ইসলাম। সেখানে ১১.১৪ সেকেন্ড সময় নিয়েও সপ্তম হয়ে বিদায় নিতে হয়েছে তাঁকে।
১১.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে গেমসের দ্রুততম মানবী জাপানের চিসাতো ফুকুশিমা। উজবেকিস্তানের গুজেল খুবিয়েভা (১১.৩৪) রুপা ও ভিয়েতনামের ভু থি হৌং (১১.৪৩) ব্রোঞ্জ জিতেছেন।
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে অবশ্য সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশও ছিল। হিটে ১১.১৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের আজহারুল ইসলাম। সেখানে ১১.১৪ সেকেন্ড সময় নিয়েও সপ্তম হয়ে বিদায় নিতে হয়েছে তাঁকে।
No comments