বিতর্কিত মন্তব্যের জেরে জাপানের বিচারমন্ত্রীর পদত্যাগ
নিজের দায়িত্ব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জের ধরে জাপানের বিচারমন্ত্রী মিনোরু ইয়ানাগিদা পদত্যাগ করেছেন। গতকাল সোমবার টোকিওতে একটি সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী নাওতো কান ইয়ানাগিদার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত সেপ্টেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের মন্ত্রিসভা পুনর্বিন্যাসের পর এটাই কোনো মন্ত্রীর পদত্যাগ করার প্রথম ঘটনা। ইয়ানাগিদা মাত্র দুই মাস বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে তিনি এমন সময়ে পদত্যাগ করলেন, যখন নাওতো কানের নেতৃত্বাধীন জাপানের জোট সরকার অর্থনৈতিক মন্দা এবং চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে।
গত সপ্তাহে হিরোশিমায় সমর্থকদের উদ্দেশে ইয়ানাগিদা কৌতুক করে বলেছিলেন, ‘বিচারমন্ত্রী হিসেবে আমার কাজটা খুবই সহজ। এ ক্ষেত্রে আমাকে দুটি কথা মনে রাখতে হয়। প্রথমত, আমি কোনো ব্যক্তিগত মামলা সম্পর্কে মন্তব্য করব না। দ্বিতীয়ত, যেকোনো মামলার ক্ষেত্রে আমি আইন ও সাক্ষ্যপ্রমাণের ওপর জোর দেব।’
এর আগেও বিতর্কিত মন্তব্য করার জন্য জাপানের পর্যটনমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।
গত সেপ্টেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের মন্ত্রিসভা পুনর্বিন্যাসের পর এটাই কোনো মন্ত্রীর পদত্যাগ করার প্রথম ঘটনা। ইয়ানাগিদা মাত্র দুই মাস বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে তিনি এমন সময়ে পদত্যাগ করলেন, যখন নাওতো কানের নেতৃত্বাধীন জাপানের জোট সরকার অর্থনৈতিক মন্দা এবং চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে।
গত সপ্তাহে হিরোশিমায় সমর্থকদের উদ্দেশে ইয়ানাগিদা কৌতুক করে বলেছিলেন, ‘বিচারমন্ত্রী হিসেবে আমার কাজটা খুবই সহজ। এ ক্ষেত্রে আমাকে দুটি কথা মনে রাখতে হয়। প্রথমত, আমি কোনো ব্যক্তিগত মামলা সম্পর্কে মন্তব্য করব না। দ্বিতীয়ত, যেকোনো মামলার ক্ষেত্রে আমি আইন ও সাক্ষ্যপ্রমাণের ওপর জোর দেব।’
এর আগেও বিতর্কিত মন্তব্য করার জন্য জাপানের পর্যটনমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।
No comments