রাজকীয় প্রটোকল ভেঙে অটোগ্রাফ দিলেন প্রিন্স চার্লস
ব্রিটেনের প্রিন্স চার্লস রাজপরিবারের প্রটোকল ভেঙে অটোগ্রাফ (নিজের হাতে স্বাক্ষর) দিয়েছেন। একটি বন্যাদুর্গত পরিবারের অনুরোধে তিনি প্রটোকল ভাঙেন।
ব্রিটেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহে ভারী বর্ষণে কর্নওয়ালের আবাসিক এলাকার একটি বড় অংশ ডুবে যায়। দুর্গত ব্যক্তিদের অবস্থা দেখতে চার্লস সেখানে যান। কর্নওয়ালের সেন্ট ব্লেজিতে মেগ হেন্ডি ও তাঁর স্বামী টনি হেন্ডির বাড়িতে আসেন চার্লস। ঘরদুয়ার ডুবে যাওয়ায় ওই পরিবারটি দুর্ভোগে পড়েছে দেখে চার্লস তাদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন। ওই বাসা থেকে বের হওয়ার সময় চার্লস তাদের জিজ্ঞেস করেন, তিনি তাদের কোনোভাবে সাহায্য করতে পারেন কি না।
চার্লসের এ কথায় মেগ হেন্ডি জানান, তাঁরা টাকাপয়সা চান না। তবে তাঁর ছেলে টম হেন্ডির জন্য চার্লস যদি একটি অটোগ্রাফ দেন, তাহলে তিনি খুব খুশি হবেন। রাজপরিবারের প্রটোকল অনুযায়ী চার্লস অটোগ্রাফ দেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি হেন্ডি দম্পতির ছেলের জন্য একটি কাগজে লেখেন ‘চার্লস ২০১০’।
ব্রিটেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহে ভারী বর্ষণে কর্নওয়ালের আবাসিক এলাকার একটি বড় অংশ ডুবে যায়। দুর্গত ব্যক্তিদের অবস্থা দেখতে চার্লস সেখানে যান। কর্নওয়ালের সেন্ট ব্লেজিতে মেগ হেন্ডি ও তাঁর স্বামী টনি হেন্ডির বাড়িতে আসেন চার্লস। ঘরদুয়ার ডুবে যাওয়ায় ওই পরিবারটি দুর্ভোগে পড়েছে দেখে চার্লস তাদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন। ওই বাসা থেকে বের হওয়ার সময় চার্লস তাদের জিজ্ঞেস করেন, তিনি তাদের কোনোভাবে সাহায্য করতে পারেন কি না।
চার্লসের এ কথায় মেগ হেন্ডি জানান, তাঁরা টাকাপয়সা চান না। তবে তাঁর ছেলে টম হেন্ডির জন্য চার্লস যদি একটি অটোগ্রাফ দেন, তাহলে তিনি খুব খুশি হবেন। রাজপরিবারের প্রটোকল অনুযায়ী চার্লস অটোগ্রাফ দেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি হেন্ডি দম্পতির ছেলের জন্য একটি কাগজে লেখেন ‘চার্লস ২০১০’।
No comments