সমস্যা ছাড়াই বল করছেন মাশরাফি

সদ্য ইনজুরি কাটিয়ে চট্টগ্রামের প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দুই নির্বাচকের সামনে অনেকক্ষণ বোলিং করলেন। ব্যাটিং-ফিল্ডিংও বাদ যায়নি। সতীর্থদের সঙ্গে মজাও করলেন। তাঁর মুখেও ক্যাম্পের প্রশস্তি। পাশাপাশি জিম্বাবুয়ে সিরিজ জয়ের স্বপ্ন।
‘এখানকার ক্যাম্প আমরা বেশ এনজয় করেছি। এই মাঠে আগে অনেক খেলেছি। কিন্তু অনেক দিন আসা হয়নি। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এই ক্যাম্পটি এখানে করা’—বললেন মাশরাফি।
বারবার ইনজুরিতে আক্রান্ত মাশরাফি নিজেকে কতটা খুঁজে পাচ্ছেন সেটাই এখন দেখার বিষয়। তবে কাল অনেকটা সময় পুরো রানআপে বল করেছেন তিনি। মাশরাফি বলেন, ‘আমি এখন সুস্থ। আজ ফুল রানআপে বল করেছি। কোনো সমস্যা হচ্ছে না।’
পাশাপাশি দলে ইনজুরি-সমস্যা নেই বলেও জানালেন তিনি। প্রধান নির্বাচক রফিকুল আলম ও নির্বাচক আকরাম খানও প্র্যাকটিস দেখতে গতকাল সকালে মাঠে আসেন। রফিকুল বললেন, ‘দলে তেমন কোনো ইনজুরি নেই। তবে অনেক দিন পর প্র্যাকটিস করছে সবাই। আগামী পরশু (বুধবার) ইনজুরি সম্পর্কে আপডেট একটা রিপোর্ট পাব।’
জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ ছাড়াও এই মাঠে বিশ্বকাপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই চট্টগ্রামে ক্যাম্পের আয়োজন বলে জানালেন নির্বাচকেরা। তবে তাঁদের চোখে এখন শুধুই জিম্বাবুয়ে সিরিজ, ‘বিশ্বকাপ নয়, এখন পুরোপুরি ফোকাসটা জিম্বাবুয়ে সিরিজের ওপর। তাই সবাই একসঙ্গে হোটেলে থেকে যাতে প্র্যাকটিস করতে পারে তাই চট্টগ্রাম আসা।’
গতকাল সকাল নয়টা থেকে বাংলাদেশ দল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করে। টানা বেলা দেড়টা পর্যন্ত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিস করেন সবাই। বোলিংয়ের পর মাশরাফি ফিল্ডিং ও ব্যাটিং প্র্যাকটিস করেন।
নিউজিল্যান্ডের সঙ্গে ৪-০-তে সিরিজ জয়ের পর মানুষের প্রত্যাশা বেড়েছে। সেটা ঠিকই জানেন মাশরাফিরা। তবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা নিয়ে এখনই ভাবছেন না মাশরাফি। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্য সিরিজ জয়। কিন্তু ৫-০ এখনই ভাবছি না। কারণ ওরা অনেক ভালো দল।’
আজ সকালে অনুশীলন করে বিকেলেই ঢাকায় ফিরে আসবে দল। এক দিন বিরতি দিয়ে আগামী পরশু থেকে আবার অনুশীলন শুরু হবে ঢাকায়।

No comments

Powered by Blogger.