এথেন্সে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
গ্রিসের রাজধানী এথেন্সে গত সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের গুলিতে এক তরুণের নিহত হওয়ার প্রথম বার্ষিকী উপলক্ষে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভকারী তরুণরা পুলিশ এবং দোকানপাটের জানালা লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গ্রেপ্তার করা হয় ২১ তরুণকে। বিক্ষোভকারীদের অনেকেরই বয়স ১২ বছরের নিচে।
সরকারের মুখপাত্র জর্জ পেটালোটিস সাংবাদিকদের বলেন, ‘এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে এথেন্সসহ অন্যান্য বড় শহরগুলো প্রতিরক্ষাবিহীন নয়।’
পুলিশের একটি সূত্র জানায়, এর আগে একটি থানা লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। এক বছর আগে পুলিশের গুলিতে নিহত এলেক্সিস গ্রিগোরোপৌলোসের (১৫) প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত শোভাযাত্রা থেকে পাথর ছুড়ে মারা হয়। ওই শোভাযাত্রায় যোগ দেন কয়েক হাজার ছাত্র। পুলিশ জানায়, আরও দুটি থানা লক্ষ্য করে বিক্ষোভকারীরা আবর্জনা ছুড়ে মারে।
বিক্ষোভকারী তরুণরা পুলিশ এবং দোকানপাটের জানালা লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গ্রেপ্তার করা হয় ২১ তরুণকে। বিক্ষোভকারীদের অনেকেরই বয়স ১২ বছরের নিচে।
সরকারের মুখপাত্র জর্জ পেটালোটিস সাংবাদিকদের বলেন, ‘এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে এথেন্সসহ অন্যান্য বড় শহরগুলো প্রতিরক্ষাবিহীন নয়।’
পুলিশের একটি সূত্র জানায়, এর আগে একটি থানা লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। এক বছর আগে পুলিশের গুলিতে নিহত এলেক্সিস গ্রিগোরোপৌলোসের (১৫) প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত শোভাযাত্রা থেকে পাথর ছুড়ে মারা হয়। ওই শোভাযাত্রায় যোগ দেন কয়েক হাজার ছাত্র। পুলিশ জানায়, আরও দুটি থানা লক্ষ্য করে বিক্ষোভকারীরা আবর্জনা ছুড়ে মারে।
No comments