ভ্রমণ কোটায় বিদেশি মুদ্রা বহনের সীমা বাড়ানো হয়েছে
বিদেশে ব্যক্তিগত ভ্রমণে বৈদেশিক মুদ্রা বহনের সীমা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে ভ্রমণ কোটায় বছরে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার কিনতে পারবেন একজন প্রাপ্তবয়স্ক নিবাসী বাংলাদেশি নাগরিক। আগামী বছরের শুরু থেকে নতুন এ সীমা কার্যকর হবে।
ভ্রমণব্যয় বৃদ্ধির পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী দেশের সব অনুমোদিত ডিলারদের কাছে ভ্রমণ খাতে বৈদেশিক মুদ্রা বহনের নতুন সীমার সিদ্ধান্তটি পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক তার নির্দেশে বলেছে, আগামী ১ জানুয়ারি থেকে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারে ভ্রমণের ক্ষেত্রে নিবাসীপ্রতি বাংলাদেশি নাগরিক বছরে দেড় হাজার মার্কিন ডলার কিনতে পারবেন। এ ছাড়া সার্কভুক্ত ও মিয়ানমার ব্যতীত অন্যান্য দেশে ভ্রমণের জন্য বছরে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার কিনতে পারবেন। তবে অপ্রাপ্ত বয়স্কদের (অনধিক ১২ বছর) জন্য এর অর্ধেক পরিমাণ বৈদেশিক মুদ্রা কেনা যাবে।
ভ্রমণব্যয় বৃদ্ধির পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী দেশের সব অনুমোদিত ডিলারদের কাছে ভ্রমণ খাতে বৈদেশিক মুদ্রা বহনের নতুন সীমার সিদ্ধান্তটি পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক তার নির্দেশে বলেছে, আগামী ১ জানুয়ারি থেকে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারে ভ্রমণের ক্ষেত্রে নিবাসীপ্রতি বাংলাদেশি নাগরিক বছরে দেড় হাজার মার্কিন ডলার কিনতে পারবেন। এ ছাড়া সার্কভুক্ত ও মিয়ানমার ব্যতীত অন্যান্য দেশে ভ্রমণের জন্য বছরে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার কিনতে পারবেন। তবে অপ্রাপ্ত বয়স্কদের (অনধিক ১২ বছর) জন্য এর অর্ধেক পরিমাণ বৈদেশিক মুদ্রা কেনা যাবে।
No comments