রাশিয়ায় গ্যাস তুলবে ভারতের সংস্থাগুলো
রাশিয়ায় মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন এবং তা আমদানির ভার পাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থাগুলো। সেখানকার ইয়ামাল উপদ্বীপ ও তমস্ক অঞ্চলে গ্যাস ও তেল অনুসন্ধান আর উত্তোলনের দায়িত্ব পাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। রাশিয়া থেকে মনমোহন সিংহের বিশেষ বিমানে ফেরার পথে পররাষ্ট্রসচিব নিরুপমা রাও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরে এ ব্যাপারে ওএনজিসির সঙ্গে রুশ সংস্থা সিস্টেমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
No comments