হাবল টেলিস্কোপে ধরা পড়েছে মহাকাশের প্রাচীন ছায়াপথ!
মহাকাশের সবচেয়ে প্রাচীন কয়েকটি ছায়াপথের সন্ধান মিলেছে। অত্যাধুনিক হাবল টেলিস্কোপে ওই ছায়াপথগুলোর ছবি ধরা পড়েছে। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মঙ্গলবার এ কথা বলেছেন। খবর এএফপির।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারীরা ১৯ বছরের পুরোনো হাবল টেলিস্কোপে গত মে মাসে নতুন করে অত্যাধুনিক ইনফ্রারেড ক্যামেরা যুক্ত করেন। ওই ক্যামেরায় ধরা পড়ে ছায়াপথগুলো। এই ছায়াপথগুলোর ছবি নিয়ে গবেষণার পর বিজ্ঞানীরা বলেছেন, এগুলো খুব সম্ভবত এযাবত্কালের আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী ও প্রাচীন ছায়াপথ। এ বিশ্ব যখন শিশু অবস্থায় তখনো এর অস্তিত্ব ছিল।
হাবলে সংযুক্ত ওয়াইড ফিল্ড ক্যামেরাটি ইনফ্রারেড আলোকরশ্মি ব্যবহার করে ছবি তোলে। এভাবে উচ্চমাত্রার স্পর্শকাতর ক্যামেরাটি বহু দূরের নক্ষত্রের আলোও চিহ্নিত করতে সক্ষম, যা কি না সাধারণত মানুষের চোখে পড়ে না।
বিজ্ঞানীরা জানান, মহাকাশের আলট্রা ডিপ ফিল্ড বা অতি দূরবর্তী অঞ্চল থেকে হাবল ছবিগুলো তুলেছে। এর আগে ওই এলাকা থেকে বিজ্ঞানীরা কোনো ছবি তুলতে পারেননি। ছবিগুলো নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং এডিনবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এখন গবেষণা শুরু করেছেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারীরা ১৯ বছরের পুরোনো হাবল টেলিস্কোপে গত মে মাসে নতুন করে অত্যাধুনিক ইনফ্রারেড ক্যামেরা যুক্ত করেন। ওই ক্যামেরায় ধরা পড়ে ছায়াপথগুলো। এই ছায়াপথগুলোর ছবি নিয়ে গবেষণার পর বিজ্ঞানীরা বলেছেন, এগুলো খুব সম্ভবত এযাবত্কালের আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী ও প্রাচীন ছায়াপথ। এ বিশ্ব যখন শিশু অবস্থায় তখনো এর অস্তিত্ব ছিল।
হাবলে সংযুক্ত ওয়াইড ফিল্ড ক্যামেরাটি ইনফ্রারেড আলোকরশ্মি ব্যবহার করে ছবি তোলে। এভাবে উচ্চমাত্রার স্পর্শকাতর ক্যামেরাটি বহু দূরের নক্ষত্রের আলোও চিহ্নিত করতে সক্ষম, যা কি না সাধারণত মানুষের চোখে পড়ে না।
বিজ্ঞানীরা জানান, মহাকাশের আলট্রা ডিপ ফিল্ড বা অতি দূরবর্তী অঞ্চল থেকে হাবল ছবিগুলো তুলেছে। এর আগে ওই এলাকা থেকে বিজ্ঞানীরা কোনো ছবি তুলতে পারেননি। ছবিগুলো নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং এডিনবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এখন গবেষণা শুরু করেছেন।
No comments